spot_img

প্রার্থী হতে খুলনার ৬ আসনে ৫৩ জনের মনোনয়নপত্র জমা 

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে খুলনার ছয়টি আসন থেকে ৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছে ১৭ জন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

রিটার্নিং কর্মকর্তা সূত্র জানায়, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ছয় জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল, জাতীয় পার্টির কাজী হাসানুর রশীদ, তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামানিক, জাকের পার্টি আজিজুর রহমান। এছাড়া এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন প্রশান্ত কুমার রায় ও শেখ আবেদ আলী।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে নয় জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শেখ সালাউদ্দিন জুয়েল, জাতীয় পার্টির গাউসুল আজম, গণতন্ত্রী পার্টির মতিয়ার রহমান, বাংলাদেশ কংগ্রেস থেকে দেবদাস সরকার, জাকের পার্টির ফরিদা পারভীন, ইসলামী ঐক্যজোট থেকে হিদায়েতুল্লাহ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) থেকে বাবু কুমার রায়, বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলন-বিএনএম থেকে আব্দুল্লাহ আল আমিন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাঈদুর রহমান।

খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে পাঁচ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের এসএম কামাল হোসেন, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, জাতীয় পার্টির আব্দুল্লাহ আল মামুন। আর স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জাহান।

খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী, জাতীয় পার্টির ফরহাদ আহমেদ, জাকের পার্টি শেখ আনসার আলি, বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলন-বিএনএম’র এস এম আজমল হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, ইসলামী ঐক্যেজোটের রিয়াজ উদ্দিন খান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, আওয়ামী লীগ নেতা এস এম মোর্ত্তজা রশিদী দারা, জুয়েল রানা, রেজভী আলম, আতিকুর রহমান, এইম এম রওসান জামির।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে সাতজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় পার্টির শাহীদ আলম, জাকের পার্টি সামাদ শেখ, বাংলাদেশ ওয়াকার্স পার্টির শেখ সেলিম আক্তার, বাংলাদেশ কংগ্রেসের এসএমএ জলিল, ইসলামী ঐক্যেজোটের তরিকুল ইসলাম। আর স্বতন্ত্র প্রার্থী ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের রশীদুজ্জামান, জাতীয় পার্টির শফিকুল রহমান মধু, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) আবু সুফিয়ান, জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলন-বিএনএম’র গাজী মোস্তফা কামাল। এছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন, জিএম মাহবুবুল আলম, মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী অহিদুজ্জামান মোড়ল।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র...

‘দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সহিংসতা’

ঢাকা অফিস: দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো...

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা অফিস: বাংলাদেশে কোটা আন্দোলন মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপের...

খুলনাসহ ৮ বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

ঢাকা অফিস: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে...