যশোরে সাংবাদিকের কাছে চাঁদা দাবি, চুন্নুকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক: ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় আলী মাহমুদ মিয়া ওরফে চুন্নুকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে যশোরের সিআইডি পুলিশ।

মামলার তদন্ত শেষে আদালতে এ প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপ কুমার দাস।

অভিযুক্ত চুন্নু যশোর শহরের পুরাতন কসবা টালিখোলার মিরাজুল ইসলাম টুলুর বাড়ির ভাড়াটিয়া।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের পুরাতন কসবা মৌজার ৪১১৬ দাগের ০.৮২৫ শতক জমিসহ ফ্লাট ক্রয় করেন সাংবাদিক শহিদুল ইসলাম দইচ। ফ্লাটের দখল বুঝে দেয়ার পর তিনি সংষ্কার কাজ করছেন মিস্ত্রী দিয়ে। এ সময় চুন্নু ও তার লোকজন শহিদুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা নিয়ে আসে। এ ঘটনায় দইচ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয় চুন্নু ও তার লোকজন।

২০২২ সালের ১৯ ডিসেম্বর দুপুরে জুডিসিয়াল আদালত ভবনের উত্তরপাশে আসামি চুন্নু ও তার লোকজনের সাথে দেখা হয়। চাঁদার টাকা না দিয়ে মামলা করায় চুন্নু ক্ষিপ্ত হয়ে সাংবাদিক দইচের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে ১৫ দিন সময় দিয়ে চলে যায়। ২৪ ডিসেম্বর সাংবাদিক দইচের বাড়ির সামনে যেয়ে চুন্নু ও তার লোকজন চাঁদার টাকা দাবি করে গালিগালাজ করতে থাকে। এ সময় দইচ বাইরে আসলে আসামিরা মামলা তুলে না নেয়ায় ক্ষিপ্ত হয়ে মারধর করতে যায়। চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে চাঁদার টাকা না দিলে চুন্নু তার লোকজন খুন-জখম করে তার লাশ গুম করে দিবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় শহিদুল ইসলাম দইচ আদালতে মামলা করলে সিআইডি পুলিশকে তদন্তের নির্দেশ দেয়। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় আসামি চন্নুকে অভিযুক্ত করে আদালতে এ প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোর সদরের চুড়ামনকাটিতে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে সাধারণ মানুষের...

আবারো যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র ও...

শার্শায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে...

কবিতার রূপ ও রস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কবিতার রূপ ও রস শীর্ষক সেমিনার ও...