উপজেলা নির্বাচন: যশোরে প্রথম ধাপে ২৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ, দ্বিতীয় ধাপে মনোনয়ন বৈধতা পেলো ৩০ প্রার্থী

রুহুল আমিন, যশোর: যশোরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মণিরামপুর ও কেশবপুর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। দ্বিতীয় ধাপে শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাচাই-বাছাইয়ে ৩০ জন প্রার্থী বৈধতা পেয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম ধাপের নির্বাচনের প্রতীক বরাদ্দ শেষে দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মণিরামপুর ও কেশবপুর উপজেলায় ভোট গ্রহণ হবে। ২১ মে দ্বিতীয় ধাপে শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন: যশোর সদরের ৩ ইউনিয়নে বিপুলের গণসংযোগ

যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, প্রথম ধাপের নির্বাচনে যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

কেশবপুর উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল্লাহ নূর আহসান দোয়াত কলম, এসএম মাহবুবুর রহমান মোটরসাইকেল, কাজী মুজাহীদুল ইসলাম হেলিকপ্টার, নাসিমা আকতার সাদেক শালিক, ইমদাদুল হক আনারস, ওবায়দুর রহমান জোড়া ফুল ও মফিজুর রহমান ঘোড়া প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল-মামুন তালা, পলাশ কুমার মল্লিক উড়োজাহাজ, আব্দুল লতিফ রানা মাইক, মনিরুল ইসলাম টিউবওয়েল ও সুমন সাহা চশমা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা খানম কলস ও রাবেয়া খাতুন ফুটবল প্রতীক পেয়েছেন।

মণিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে আমজাদ হোসেন লাভলু আনারস, ফারুক হোসেন মোটরসাইকেল ও মিকাইল হোসেন ঘোড়া প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে এসএম আব্দুল হক তালা, মুনজুর আক্তার চশমা, শরিফুল ইসলাম টিয়া পাখি ও সন্দীপ কুমার ঘোষ টিউবওয়েল প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা খাতুন হাঁস, কাজী জলি আক্তার কলস, মাহবুবা ফেরদৌস পাপিয়া বৈদ্যুতিক পাখা, মোছাম্মদ জেসমিন প্রজাপতি, মাজেদা খাতুন পদ্ম ফুল ও সুরাইয়া আক্তার ফুটবল প্রতীক পেয়েছেন।

উপজেলা নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

তিনি আরো জানান, দ্বিতীয় ধাপে শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যাচাই-বাছাই শেষে তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০ জনের প্রার্থীতা বৈধ হয়েছে।

শার্শা উপজেলায় চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন, অহিদুজ্জামান, আব্দুল মান্নান মিন্নু, ইব্রাহীম খলিল ও সোহরাব হোসেন। ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন আব্দুর রহিম সরদার, তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম মন্টু ও শাহরীন আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন আলেয়া ফেরদৌস, নাজমুন নাহার ও শামীমা খাতুন।

চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৫ জুন

ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন মনিরুল ইসলাম, সেলিম রেজা ও লুবনা তাক্ষী। ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন কামরুজ্জামান মিন্টু ও সৈয়দ ইমরানুর রশীদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন আছিয়া বেগম, আমেনা খাতুন, জেসমিন সুলতানা ও সাহানা আক্তার।

চৌগাছা উপজেলায় চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন এসএম সাইফুর রহমান, এসএম হাবিবুর রহমান ও মোস্তানিছুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন দেবাশীষ মিশ্র জয় ও শামীম রেজা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন আকলিমা খাতুন লাকী, নাছিমা খাতুন, নাজনীন নাহার, কামরুল নাহার শাহিন ও রীপা ইসলাম।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোর সদরের চুড়ামনকাটিতে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে সাধারণ মানুষের...

আবারো যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র ও...

কাল থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত

ঢাকা অফিস: আগামীকাল শনিবার (৪ মে) থেকে রেলের ভাড়া...

শার্শায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে...