ব্যবসায়ীর গোডাউনে মিললো টিসিবির ৭৭৯ কেজি চাল

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ডের তেল, ডাল ও চাল ইউনিয়ন পরিষদ থেকে পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির ৭৭৯ কেজি চাল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার রামখানা ইউনিয়নের ওই গোডাউনে সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ অভিযান পরিচালনা করে এ চাল উদ্ধার করে।

জানা যায়, বুধবার রামখানা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করা হয়। এ সময় প্রকৃত কার্ডধারীদের পণ্য না দিয়ে বস্তায় ভরে তা নিয়ে যাওয়া হয় ব্যবসায়ী রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা খলাইটারী এলাকার রফিকুল ইসলামের গোডাউনে। পরে ওই গোডাউনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত উদ্ধার করে টিসিবির ৭৭৯ কেজি চাল। উদ্ধারকৃত ওই মালামাল রাখা হয় রামখানা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের হেফাজতে ইউনিয়ন পরিষদে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডিলার শরিফুর রহমানকে নিয়ে যাওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। পরে গোডাউন মালিক রফিকুল ইসলামের নামে নিয়মিত মামলা এবং শরিফুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ডিলার শরিফুর রহমান বলেন, কোথায় কীভাবে কি হয়েছে আমি জানি না। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি রামখানা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ বলেন, গোপন সংবাদ পেয়ে রামখানা ইউনিয়ন পরিষদ-সংলগ্ন বাজারের একটি গোডাউন থেকে ৭৭৯ কেজি চাল উদ্ধার করে জব্দ করা হয়েছে। গোডাউন মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ বলেন, ডিলারের কিছু নিয়মতান্ত্রিক ভুল থাকায় তার এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং তার ডিলারশিপ লাইসেন্সের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হয়েছে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

ইজতেমার বাসে মুসল্লি সেজে মাদক পাচারের চেষ্টা, সাড়ে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: জেলায় বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে মুসল্লিদের নিয়ে...

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: গ্রেফতার ১১, বহিষ্কার ৩

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়...

কবর খুঁড়তে বেরিয়ে আসলো সাদা কাপড় মোড়ানো পুতুল ও তাবিজ

কুড়িগ্রামের কবর খুঁড়তে বেরিয়ে আসলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল...

নিলুরখামার-হাসনাবাদ গণহত্যা দিবস আজ

নিলুরখামার ও হাসনাবাদ গণহত্যা দিবস আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর)।...