চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা আজ রবিবার (৫ মে) আবার প্রায় ২ ডিগ্রি বেশি। আজকের তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৪ মে) ছিলো ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার (৩ মে) বেলা ৩টায় তাপমাত্রা ছিলো ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

টানা ১০ দিন চুয়াডাঙ্গার তাপমাত্রা তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ শেষে শনিবার ৪০ ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে আসে। এদিন চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ইতিহাসের রেকর্ড তাপমাত্রায় শ্রমজীবীদের পাশে চুয়াডাঙ্গা জেলা পুলিশ

আজ আবার রবিবার বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসয়াস। এখনো অস্বস্তিতে রয়েছে জেলার মানুষ। বুধবার (১ মে) ছিলো ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (৩০ এপ্রিল) ছিলো ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে জেলা আবহাওয়া অফিস।

এ তীব্র গরমে কোনো মানবিক সাহায্য না পেলেও শরবত পাচ্ছে চুয়াডাঙ্গাবাসী।

যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রবিবার (৫ মে) বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৩২১ শতাংশ ও দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৪৮ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৬৩ শতাংশ।

তিনি আরো জানান, আগামী ৬ মে থেকে ১ মে চুয়াডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে কৃষকদের তাড়াতাড়ি ধান সংগ্রহের পরামর্শ দিয়েছেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আজ আবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ছুইছুই

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: আজ আবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ডিগ্রি...

চুয়াডাঙ্গার কাঠপট্টিতে অগ্নিসংযোগ, মূল আসামি সোনা আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন...

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৩০ হাজার ৮১০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা...

চুয়াডাঙ্গায় ৩০ হাজার ৮১০ মেট্রিকটন আম সংগ্রহ শুরু হলো

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৩০ হাজার ৮১০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে...