বাগেরহাটে সন্ত্রাসী হামলায় মেম্বার ও মুক্তিযোদ্ধার সন্তান আহত

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া ও কলাতলা এলাকায় একদিনের ব্যবধানে পৃথক ২টি সন্ত্রাসী হামলায় ইউপি মেম্বার ও বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ ৩ জন জখম হয়েছেন।

জখমীরা হলেন, বড়বাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মহসীন ওরফে রেজা (৫৫) এবং উপজেলার কলাতলা ইউনিয়নের নতুন বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মফিজ শেখের ছেলে লিটন শেখ (৩৪) ও বজলু শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী শাকিল শেখ (১৭)।

এদের মধ্যে ইউপি সদস্য রেজাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, ইউপি সদস্য মহসীন রেজা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে বাড়ির পাশে তার মৎস্য ঘেরে পাহারায় যান এবং ঘেরের মাছ চুরি করতে দেখে সে ডাক-চিৎকার দেয়। এ সময় পাশ্ববর্তী বড়গুনি এলাকার সাইফুল, সাদ্দাম ও আমিনুলসহ ৫/৬জন মেম্বারকে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা হাসপাতালে নিলে অবস্থা বেগতিক দেখে রাতেই ইউপি মেম্বারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনা রাতেই থানা পুলিশকে জানানো হয়েছে। অপরদিকে, এর আগের দিন বুধবার বিকেলে পুর্ব-শত্রুতার জের ধরে উপজেলার কলাতলা গঙ্গাচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পর মুক্তিযোদ্ধা সন্তান লিটন শেখ ও এসএসসি পরিক্ষার্থী শাকিল শেখ কে হাতুড়ী দিয়ে পিটিয়ে আহত করে। আহত এ দুইজনকে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনা বিষয়ে আহত লিটনের ভাবী রোজিনা আক্তার জানান, উপজেলার কলাতলা ইউনিয়নের নতুন বাজার এলাকার সরোয়ার শেখের ছেলে মনির শেখের সাথে তার দেবর লিটন শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে লিটন শেখ গোপালগঞ্জের পাটগাতী বাজার থেকে বাড়ি ফেরার পথে গঙ্গাচন্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মনির শেখ তার দুই ছেলে সাব্বির শেখ ও নয়ন শেখ হাতুড়ী ও লাটি দিয়ে লিটনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় এসএসসি পরীক্ষার্থী শাকিল শেখ বাধা দিতে এলে তাকেও হাতুড়ী দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, ইউপি মেম্বারকে মারপিটের ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। আর মুক্তিযোদ্ধা সন্তানসহ দুইজন আহত হওয়ার ঘটনায় দুইপক্ষের কাছ থেকেই লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সংসদ সদস্য আনার কলকাতায় গিয়েছেন, এসে পড়বেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে...

সারাদেশে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: ভ্যাপসা গরমে বৃষ্টি নিয়ে আবারো সুখবর জানালো...

ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: কাদের

ঢাকা অফিস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,...

ব্রেকফেল করে ট্রাক খাদে, একই পরিবারের ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪...