ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

সাভারে একটি ফ্লাট বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় স্ত্রী সন্তানকে একটি কক্ষে ও অন্য কক্ষে স্বামীকে হাত পা বাঁধা ও গলা কাটা করা অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের ধারণা কয়েক দিন আগে তাদের হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার স্থানীয় মেহেদী হাসানের মালিকানাধীন ছয়তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। নিহত এই দম্পতি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসায় আশপাশের বাসিন্দাদের সন্দেহ হলে তারা দরজায় ঠেলা দিয়ে দেখতে পান ফ্ল্যাটের দরজা খোলা। পরে ঘরের বিছানার ওপর মা ও ছেলের রক্তমাখা মরদেহ দেখতে পান তারা। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পুলিশ ওই ফ্ল্যাটের আরেক রুমে গৃহকর্তার মরদেহ খুঁজে পায়।

বাড়ির মালিক মেহেদী হাসান আজকের দর্পণকে বলেন, এই ভাড়াটিয়া আমার এখানে প্রায় ১২/১৩ বছর ধরে আছে, তারা স্বামী-স্ত্রী দুজনই জিলানি বাজারে গার্মেন্টসে চাকরি করতো আর বাসায় তাদের শুধু ছেলে থাকতো। তাদের আচরণে খারাপ দেখিনি, খুব ভালো ছেলে ছিলো। তাদের বাড়ি জানতাম উত্তর বঙ্গে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় ঘরের বিছানার ওপর পরে থাকা অবস্থায় মা ও ছেলের লাশ দেখতে পাই এবং পাশের ঘর থেকে বাবার মরদেহ পেয়েছি। ঘরের ভেতর প্রচণ্ড দুর্গন্ধ ছিলো। ধারণা করা হচ্ছে যে কয়েক দিন আগে তাদের হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা অফিস: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের...

ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়া তালিকায় ৯ বাংলাদেশি

ঢাকা অফিস: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে যারা পরিবর্তন আনছেন এবং...

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক: বিলাসবহুল জীবনযাপনের শহর দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশের...

৫৮ জেলায় বইছে তাপপ্রবাহ, আরো বিস্তারের শঙ্কা

ঢাকা অফিস: কয়েকদিনের বিরতির পর আবার দেশের ৫৮ জেলায়...