ঘরের দরজা ভেঙে মা ও ছেলের মরদেহ উদ্ধার

রাজশাহীতে ঘরের দরজা ভেঙে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ বছরের শিশু ও তার মায়ের মরদেহ ঝুলছিল একই দড়িতেই।

রবিবার সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাইপাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে রাতে থানায় নেয় পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য ওই দুই মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানোর কথা আছে।

নিহতদের মধ্যে শান্তনা বেগমের বয়স ২৮ বছর। আর তার একমাত্র ছেলে জিহাদের বয়স পাঁচ বছর। তারা পুঠিয়া উপজেলার মাইপাড়া গ্রামের মোহাম্মদ আলী জয়ের স্ত্রী-সন্তান।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘরের দরজা ভেঙে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি রহস্যজনক। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক অসচ্ছলতা ও পারিবারিক অশান্তির জের ধরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

রবিবার বিকেলে ঘরের আড়ার সঙ্গে একই দড়িতে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শান্তনা বেগমের স্বামী মোহাম্মদ আলী জয় জানিয়েছন, তিনি পেশায় দিনমজুর। সকালে বের হন সন্ধ্যায় কাজ থেকে ফেরেন। আজ বাড়ি এসে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন স্ত্রী-ছেলের মরদেহ শয়নকক্ষের আড়ায় সঙ্গে ঝুলছে। আর একই দড়িতে ছিল মা-সন্তান। এরপর তিনি থানায় খবর দিলে পুঠিয়া থানা পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

তবে উদ্ধারের আগে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মরদেহ দুইটির শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মা ও সন্তানের মরদেহ রামেকের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর রহস্য জানা যাবে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হবে বলেও জানান- এই পুলিশ কর্মকর্তা।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন...

পদ্মা নদীতে ডুবে ২ যুবক নিহত

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পদ্মা নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে...

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পবায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত...

স্যালাইন দেয়ার পর চার নারীর মৃত্যু

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে স্যালাইন দেয়ার পর অসুস্থ হয়ে চার...