৩০ বছরেও নির্মাণ হয়নি ব্রিজ, ভোগান্তিতে ১৫ হাজার মানুষ

লালমনিরহাটে আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামের সতী নদীর সাগরঘাটয় সেতু না থাকায় ভোগান্তিতে পড়েছে চার গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানে বাঁশের সাঁকো নির্মাণ করেছে এলাকাবাসী কিন্তু সেটিও জরাজীর্ণ। ফলে সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়নের চন্দনপাট গ্রামকে বিভক্ত করেছে এই সতী নদী। নদীর ওপারে চন্দনপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবনাডালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাসকিয়াতুল উলুম মাদরাসা। শুষ্ক মৌসুমে পানি কমে গেলে নদী পার হতে পারলেও সৃষ্টি হয় ভোগান্তি। হাসপাতালে রোগী নিয়ে যাওয়া, জমি থেকে ধান কেটে নেয়া এবং মাদরাসা, স্কুল, কলেজ যেতে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। সেতু না থাকায় চার কিলোমিটার ঘুরে আদিতমারী উপজেলায় যেতে হয়।

ভুক্তভোগী রহিম শেখ জানান, জন্মের পর থেকে দেখছি এই গ্রামের মানুষের দুর্ভোগ, গণপ্রতিনিধিরা বার বার আশ্বাস দেন কিন্তু ব্রিজ হয় না।

তাসকিয়াতুল উম্মুল মাদরাসা ও এতিমখানার একজন শিক্ষক জানান, শুকনো মৌসুমে ছাত্রছাত্রীরা ক্লাস করলেও বর্ষায় ভয়ে বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে ক্লাস করতে আসে না। অনুপস্থিত থাকে বেশিরভাগ শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম জানায়, এই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি মজিবুর রহমান ব্রিজের আশ্বাস দিলে কয়েকবার মাপযোগ হলেও পরে মেলেনি ব্রিজ। এরপর সমাজকল্যাণমন্ত্রী সাংসদ নুরুজ্জামান আহমেদ প্রতিশ্রুতি দিয়েছেন কয়েকবার। তিনি নিজে এসে বলেছিলেন ব্রিজ এবং রাস্তার কাজ শুরু হবে। তারও প্রায় ১৪ বছর মেয়াদকাল শেষ পর্যায় তবুও মেলেনি ব্রিজ। জন্মের পর থেকে দেখে আসছি পর্যায়ক্রমে প্রকৌশলীরা মাপ যোগ করলেও নির্মাণ হয়নি ব্রিজ। স্থানীয় বাসিন্দারা মানুষের দুর্ভোগ লাঘবে সেতুটি নির্মাণ করার জোর দাবি জানিয়েছে।

এ বিষয়ে আদিতমারি উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন, সাগরঘাট ব্রিজের মাটি পরীক্ষা করা হয়েছে পরবর্তী কার্যক্রম চলমান আছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে...

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চাচা-ভাতিজার জমজমাট লড়াই

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে এবং মন্ত্রীর...

কালীগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কাজ বন্ধ, বিক্ষোভ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলার কালীগঞ্জে আকিজ বিড়ি কোম্পানি হাজরানিয়া...

আইটিএফ চ্যাম্পিয়নশিপে লালমনিরহাটের সান্ত্বনার স্বর্ণ পদক জয়

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: তায়কোয়ান্দো আইটিএফ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় লালমনিরহাটের সান্ত্বনা...