প্রতিশ্রুতি ও মাপজোখেই শেষ, সেতুর অভাবে পারাপারে দুর্ভোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মালদহ নদীর মহিষতুলি এলাকায় সেতু তৈরি করার জন্য বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন একাধিক রাজনীতিক ও জনপ্রতিনিধি।

গত কয়েক বছরে একাধিকবার মাপজোখ ও মাটি পরীক্ষা করে গেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) প্রকৌশলীরা। কিন্তু এখনো সেখানে সেতু তৈরির দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। এই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

মহিষতুলি এলাকায় মালদহ নদীতে একটি সেতুর অভাবে শিক্ষার্থীসহ তিন ইউনিয়নের ৫-৭টি গ্রামের মানুষেরা পারাপারে দুর্ভোগ পোহাচ্ছেন।

পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের উদ্বোধন, দক্ষিণাঞ্চলে আনন্দ-উচ্ছ্বাস

স্থানীয় বাসিন্দাদের দাবি, মহিষতুলি এলাকায় মালদা নদীর ওপর সেতু নির্মাণ হলে চলাচলে সুবিধার পাশাপাশি স্থানীয় অর্থনীতিরও উন্নতি হবে।

জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি, ফলিমারী, দুলালী ও দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর, উত্তর গোবধা, শঠিবাড়ী এবং পার্শ্ববর্তী উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচী এলাকার মানুষ মালদা নদীর মহিষতুলি দিয়ে পারে হয়ে নিয়মিত চলাচল করেন। সেখানে সেতু না থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয় তাদের।

সাতক্ষীরায় নেই সংযোগ সড়ক, সেতুতে উঠতে হয় নৌকায় চড়ে

দুলালীর বাসিন্দা জেলে খোরশেদ আলম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন। এলজিইডির লোকজন এসে মাটি পরীক্ষা ও মাপজোখ করে গেছে, কিন্তু ফলাফল শূন্য।

লোহাকুচী থেকে সঠিবাড়ী যাতায়াত করা রহমত বলেন, ছোটবেলা থেকে প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে। কিন্তু নদীতে সেতু না থাকায় অনেক কষ্ট হয়। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকে না। নদী পার হতে না চাইলে ২৫ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয়।

সঠিবাড়ী এলাকার বাসিন্দা আব্দুল খালেক বলেন, নদীর একপাশে দুটি বিদ্যালয় ও অপর পাশে মাদরাসা রয়েছে। শিক্ষার্থীসহ এই পথে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সেতুটি নির্মাণ হলে তাদের দুর্ভোগ কমার পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

নড়াইলে কালিয়া সেতু নির্মাণে ভুল নকশা, প্রধানমন্ত্রীর ক্ষোভ 

এদিকে এলাকাবাসীর ভোগান্তি নিরসনে মহিষতুলিতে একটি সেতু নির্মাণের জন্য সম্প্রতি সুপারিশপত্র দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

সুপারিশপত্র পাওয়া কথা জানিয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন, মহিষতুলির মালদহ নদীতে সেতু নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। বরাদ্দ পেলে সেতু নির্মাণ কাজ শুরু করা হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

একটি গরু থেকে খামার, দুধ বিক্রি করে বছরে আয় ১৫ লাখ টাকা

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলার পাটগ্রামে একটি গাভী থেকে পর্যায়ক্রমে...

গাছ থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর তীরে...

সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে প্রার্থিতা বাতিল করা হবে: ইসি রাশেদা

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন,...

কালীগঞ্জে হিট স্ট্রোকে অটোচালকের মৃত্যু

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলার কালীগঞ্জে হিট স্ট্রোকে রাশেদুল ইসলাম...