পটুয়াখালীর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা জমে উঠেছে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলা সদর উপজেলার ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার জন চেয়ারম্যান, সংরক্ষিত ৯ জন ও সাধারন আসনে ২৫ জন প্রার্থীর প্রচারনা জমে উঠেছ।যাচাই- বাছাই ও প্রত্যাহার শেষে ৯ মার্চ প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন চার চেয়ারম্যান প্রার্থীসহ ৩৮ জন সংরক্ষিত
ও সাধারন আসনের প্রার্থীরা।উক্ত ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী চার জন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান রুবেল আহমেদ (ঘোড়া), জসিম মোল্লা (টেলিফোন), জহিরুল ইসলাম সোহাগ(মোটর সাইকেল) ও সাবেক ইউপি সদস্য সরোয়ার হোসেন (আনারস)।

এ ইউনিয়নে সংরক্ষিত তিন টি আসনে ৯ জন প্রার্থী হলেন- ১ নং সংরক্ষিত আসনে খালেদা- বই, জাকিয়া সুলতানা- বক ও সুবর্না সাহা- মাইক, ২ নং সংরক্ষিত আসনে -জেসমিন- বই, মোসাঃ শিল্পী বেগম- তালগাছ, লালবরু বেগম- বক ও হোসনেয়ারা বেগম- কলম, ৩ নং সংরক্ষিত আসনে- লাইজু- বই ও সানজিদা সুলতানা- কলম।

৯ টি সাধারন ওয়ার্ডের ১ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম- মোরগ ও দলিল উদ্দিন মৃধা- টিউবওয়েল, ২ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন আকন- টিউবওয়েল ও শফিকুল ইসলাম – মোরগ, ৩ নং ওয়ার্ডে আঃ রহমান শিকদার- তালা, ছোহরাব সিকদার- টিউবওয়েল, মোহাম্মদ নেছার উদ্দিন- মোরগ, আব্দুল গণি-ঘুড়ি ও জলিল হাওলাদার-ফুটবল, ৪ নং ওয়ার্ডে আকতার – তালা, আবু জাফর হাওলাদার- মোরগ, বাবুল হাওলাদার-ফুটবল ও রাসেল খলিফা- টিউবওয়েল, ৫ নং ওয়ার্ডে আবুল কালাম সিকদার-ফুটবল সবুজ মিয়া- তালা ও সারোয়ার হোসেন- টিউবওয়েল, ৬ নং ওয়ার্ডে মোঃ আবুল কালাম হাওলাদার- তালা ও নুরুল ইসলাম- মোরগ, ৭ নং ওয়ার্ডে অলিউর রহমান – ফুটবল ও এনায়েত হোসেন- মোরগ, ৮ নং ওয়ার্ডে আনিসুর রহমান- মোরগ ও শহিদুল ইসলাম ঢালী- তালা, ৯ নং ওয়ার্ডে আঃ রহিম- মোরগ, আলম হাওলাদার- তালা ও মুজাম্মেল হাওলাদার-ফুটবল।

ভুরিয়া ইউনিয়নে ২৮ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৮,৪৪৫। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান চেয়ারম্যান রুবেল আহমেদ ( ঘোড়া) ও সাবেক ইউপি সদস্য সারোয়ার হোসেন( আনারস) এ দুই জন প্রার্থীর মধ্যে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে একাধিক সাধারন ভোটাররা তাদের মতামত ব্যক্ত করেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: শ্রমিক মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ...

পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে...

গলচিপায় ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় আসন্ন ৬ষ্ঠ...

কোস্ট গার্ড বেইজের আয়োজনে জুস ও স্যালাইন বিতরণ

জেলা প্রতিনিধি পটুয়াখালী: জেলাতে গত কয়েকদিন যাবৎ তীব্র তাপদাহ...