উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে মনোনয়ন জমা দিলেন ১৫৮৮ প্রার্থী

ঢাকা অফিস: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো বৃহস্পতিবার (২ মে)।

নির্ধারিত সময় শেষে এ ধাপের ভোটে মোট এক হাজার ৫৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাচন: যশোর সদরে চেয়ারম্যান প্রার্থী বিপুলের গণসংযোগ অব্যাহত

উপজেলা ভোটে অংশ নিতে এবার প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপের মত তৃতীয় ধাপের সব প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ২৯ মে ১২২ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ মে।

যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মনোনয়নপত্র জমা

রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৬ মে থেকে ৮মের মধ্যে। প্রার্থীতা প্রত্যাহরে শেষ দিন ১২ মে। ১৩ মে এ ধাপের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছিলো, এ ধাপে ২১ উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। বাকি উপজেলাগুলো স্বচ্ছ ব্যালটে ভোট গ্রহণ করা হবে।

ষষ্ঠ উপজেলা নির্বাচনে চার ধাপে ৪৭৫ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের তফসিল অনুযায়ী, ১৪৮ উপজেলায় নির্বাচন হবে আগামী ৮ মে। এই ধাপের নির্বাচনে প্রচার চলছে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে এক হাজার ৬৯৩ জন। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট গ্রহণ হবে ২১ মে। এ ধাপে প্রার্থী হয়েছেন মোট এক হাজার ৮২৮ জন।

আর চতুর্থ ধাপে আগামী ৫ জুন ৫৫ উপজেলায় ভোট হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

দেশব্যাপী তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিরাট জাগরণ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা অফিস: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের...

কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি

ঢাকা অফিস: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান...

ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়া তালিকায় ৯ বাংলাদেশি

ঢাকা অফিস: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে যারা পরিবর্তন আনছেন এবং...