দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

ঢাকা অফিস:বাংলাদেশের আ কাশে বুধবার (১০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের এক তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

গতকাল (৯ এপ্রিল) দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রমজান পূর্ণ হয়েছে। সেই হিসেবে বৃহস্পতিবার ঈদ হচ্ছে তা আগেই জানা ছিলো।

গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছিলেন, মঙ্গলবার দেশের সাতটি বিভাগীয় ও ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়। কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে রমজানের ৩০ দিন পূর্ণ করা হবে। সেই হিসেবে বৃহস্পতিবার (১১ এপ্রিল) শাওয়াল মাসের এক তারিখ পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।

দেশে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ পড়বেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। পরে এক ঘণ্টা পর পর বাকি চারটি জামাত হবে। শেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে এগারোটায়।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ঢাকা অফিস: বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হতে চলেছে, তা...

দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে: সিইসি

ঢাকা অফিস: দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনে ৩০...

আরো ২০ হাজার ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন

ঢাকা অফিস: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’ এর আওতায়...

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঢাকা অফিস: শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।...