চার সন্তানের জননী মামিকে নিয়ে পালালো ভাগনে

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: জেলার ভৈরবে চার সন্তানের জননী মামিকে নিয়ে পালিয়েছে আপন ভাগনে পাভেল মিয়া (২৩)।

তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার সাতদিন পর স্বামী (যুবকের মামা) বুধবার রাতে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে প্রেমিক পাভেল।

ভালাবাসা দিবসে এক গোলাপ ১০০ টাকা, বিপাকে প্রেমিক-প্রেমিকা

এ ঘটনার তিন মাস আগেও পালিয়ে গিয়ে পাভেলের সঙ্গে এক মাস সংসার করেছে বলে স্বামী জানান। তখন এলাকার চেয়ারম্যান, মেম্বার তাকে বুঝিয়ে স্বামীর সঙ্গে মিলিয়ে দিয়েছিলো। তখন ওই গৃহবধূ (মামি) অঙ্গীকার করেছিলো এমন ঘটনা আর করবেন না।

সংসারে ফিরে এসে এক মাস না যেতেই আবার দ্বিতীয়বার একই ঘটনা ঘটিয়ে তারা দুইজন পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় হচ্ছে। কারণ ধর্মীয় বিধান অনুযায়ী ভাগ্নের সঙ্গে মামির প্রেম বা বিয়ে চলে না। ধর্মীয় অনুশাসন তারা না মেনেই কাজটি করেছে বলে স্থানীয়দের অভিযোগ।

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা

মামা (যুবকের মামা) বলেন, ২০১৪ সালের ১৯ অক্টোবর আমি পারিবারিকভাবে বিয়ে করেছি। ১০ বছরের সংসারে আমার চারটি ছেলে হয়েছে। আমাদের সংসার সুখেরই ছিল। আমি গ্যারেজ ব্যবসা ও কবিরাজি করে ভালো আয় করি। সংসারে কোনো অভাব নেই। আমি জানতাম না স্ত্রী আমার আপন ভাগনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে। হঠাৎ করে সে গত তিন মাস আগে আমার আপন ভাগনে পাভেলের সঙ্গে পালিয়ে যায়। অনেক চেষ্টা করে শ্বশুরবাড়ির সহযোগিতায় তাকে সংসারে ফিরিয়ে আনি।

তিনি আরো বলেন, এখন এক মাস পার না হতেই আবারো ১৪ মার্চ একই ঘটনা ঘটিয়ে তারা পালিয়েছে। সাথে আমার আড়াই মাসের সন্তানকে নিয়ে গেছে, বাকি তিন সন্তানকে বাড়িতে রেখে গেছে। এখন তিন সন্তান নিয়ে আমি বিপদে আছি। ঘটনার পর থেকে খোঁজ না পেয়ে বুধবার থানায় জিডি করেছি।

সাবেক প্রেমিকের স্ত্রীর সঙ্গে যা বললেন তিশা

আপনাকে তালাক দিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- না আমি তালাকের কোনো কাগজ পায়নি। এর আগের ঘটনায়ও স্ত্রী আমাকে তালাক দেয়নি।

এলাকার চেয়ারম্যান মিজানুর রহমান রিপন জানান, গত তিন মাস আগে তারা দুইজন পালিয়ে গেলে দুই মাস পর দুইজনকে ধরে এনে ঘটনা মীমাংসা করে দিয়েছিলাম। এখন আবার একই ঘটনা ঘটিয়েছে। অভিযোগটি জানিয়েছেন স্বামী। এখন দুইজনকে না পেলে আমি কী করতে পারি। সামাজিক অবক্ষয়ে সমাজে এ ধরনের ঘটনা ঘটে বলে তিনি জানান।

প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে থানায় জিডি হয়েছে। তার স্ত্রী সাবালিকা। এক্ষেত্রে পুলিশের ভূমিকা অনেকটা থাকে না। কারণ পুলিশ আইনের বাইরে কিছুই করতে পারে না। স্থানীয়ভাবে চেয়ারম্যান, মেম্বার এসব ঘটনা মীমাংসা করতে পারে। তবে তালাক না দিয়ে যদি তার স্ত্রীর ভাগনের সাথে বিয়ে হয় তবে আদালতে অভিযোগ দিতে পারেন স্বামী। তারপরও যদি স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দেন তবে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করবো। তার জিডি দিয়ে নিখোঁজের বিষয়টি আমরা তদন্ত করবো, তবে আইনিভাবে ঘটনার বিষয়ে কিছুই করার ক্ষমতা পুলিশের নেই।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

পাগলা মসজিদে এবার মিললো ২৩ বস্তা টাকা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: জেলার পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার...

ভূমি কার্যালয়ের সহকারী সেবাপ্রার্থীর কাছ থেকে গুনে গুনে ঘুষ নিচ্ছেন

জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ: জেলার সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি...

মেঘনায় ট্রলারডুবি: ৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: জেলার ভৈরবের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায়...

নদীতে ট্রলারডুবি: আরো তিনজনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: জেলার ভৈরবে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের...