আবারো জনগণের সেবা করতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

আগামীতেও জনগণের সেবা করা এবং সরকারের যে কাজগুলো অসমাপ্ত আছে, সেগুলো শেষ করতে নৌকা মার্কায় ভোট চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ নভেম্বর) বিকেল মাতারবাড়ীতে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী। এর আগে ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ ১৪টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন এবং চারটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছালে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধানমন্ত্রীও জনসভা মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনের জবাব দেন।

আ.লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বাবা-মাসহ সব হারিয়েছি। হারাবার কিছু নেই, পাওয়ারও কিছু নেই। একটাই কাজ বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে, উন্নত থাকে। যেভাবে আমার বাবা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ আমি গড়তে চাই। বাবার স্বপ্ন পূরণ করতে চাই। বাংলাদেশের মানুষকে আমি পরিবার হিসেবে নিয়েছি। আপনাদের মাঝেই ফিরে পেয়েছি বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। আপানাদের কল্যাণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দিতেও আমি প্রস্তুত। শুধু আপনাদের কল্যাণ করাই আমার একমাত্র কাজ। আপনাদের কাছে দোয়া চাই।

জনসভায় উপস্থিত জনতার কাছে অসমাপ্ত কাজ শেষ করার জন্য নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, আগামীতে নির্বাচন। সেই নির্বাচনে আমি আপনাদের কাছে চাইবো, নৌকা মার্কায় ভোট দেবেন, যাতে আপনাদের সেবা করতে পারি। যে কাজগুলো বাকি, তার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট চাই। আপনারা কি নৌকা মার্কায় ভোট দেবেন? হাত তুলে দেখান।

২৬ মিনিটে কক্সবাজার থেকে রামু গেলেন প্রধানমন্ত্রী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান

এ সময় উপস্থিত জনতা হাত তুলে নৌকার পক্ষে তাদের সমর্থনের কথা জানিয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। কিছুক্ষণের জন্য বক্তব্য বন্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের উল্লাস, ভালোবাসা আর সমর্থন প্রত্যক্ষ করেন। তিনি জনতাকে আন্তরিক ধন্যবাদ জানান।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আন্দোলনের নামে বিএনপি আবারো সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে: কাদের

ঢাকা অফিস: বিএনপি আবারো আন্দোলনের নামে সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা...

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কাল

ঢাকা অফিস: আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত...

হাসপাতালের অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ

ঢাকা অফিস: সরকারি হাসপাতালের ভেতরে অবৈধভাবে তৈরি করা অনুমোদনহীন...

দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে জানিয়ে...