দুদকের মামলায় সাতক্ষীরায় ৩ শিক্ষক কারাগারে

সাতক্ষীরায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে কনিষ্ট শিক্ষকদের এমপিওভুক্তকরণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় সিটি কলেজের চার শিক্ষককের মধ্যে তিন শিক্ষক কারাগারে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার বিশেষ আদালতে আসামিরা আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিশেষ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক, জেলা ও দায়রা জজ চাঁদ আব্দুল আলীম আল রাজী শুনানি শেষে তাদের তিনজনের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

জামিনের আবেদন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের এসএম আবু রায়হান (ইংরেজি বিভাগের প্রভাষক), সদর উপজেলার নেবাখালি গ্রামের নাসির আহম্মেদ (দর্শণ বিভাগের প্রভাষক) এবং সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের অরুন কুমার সরকার (হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক)।

অভিনেত্রীকে শ্লীলতাহানি, জবি ছাত্র কারাগারে

সোমবার বিকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে অসুস্থতার মেডিকেল সার্টিফিকেট বিবেচনা করে আদালত জামিন দিয়েছে একই মামলার অপর আসামি দেবহাটার উত্তর পারুলিয়া গ্রামের সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলামকে। তবে মামলার প্রধান আসামি সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ পলাতক রয়েছেন।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে চার প্রভাষককে এমপিওভুক্ত করার মাধ্যমে ২০ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা আত্মসাতের অভিযোগে উপরোক্ত আসামিদের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক প্রবীর কুমার দাস ২০২২ সালের ৯ মার্চ খুলনা সমন্বিত জেলা কার্যালয় মামলা দায়ের করেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সাতক্ষীরায় ৪৫ লাখ টাকার সোনার বারসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনে থেকে...

সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রলি মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে...

সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা, যুবক নিহত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলায় সড়কের ধারে থাকা পিলারের সাথে...

বাঘের আক্রমণে মৌয়াল নিহত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে...