spot_img

অচল হওয়া থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র সরকার

নতুন করে সম্ভাব্য অচলাবস্থায় পড়তে হলো না যুক্তরাষ্ট্রকে। কংগ্রেসের ভোটাভুটিতে শেষমেষ শাটডাউন তথা সরকারি বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে পেরেছে দেশটি।

রবিবার (১ অক্টোবর) ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অস্থায়ী বাজেটের এ বিলটি সিনেটে ৮৮-৯ ভোটে পাস হয়। তবে অস্থায়ী এ বাজেটে ইউক্রেনের জন্য কোনো বরাদ্দ হয়নি।

এ শাটডাউন হলে বিভিন্ন সরকারি পরিষেবা বন্ধের পাশাপাশি লাখ লাখ সরকারি কর্মচারীর বেতনও বন্ধ হয়ে যেতো। এর একদম দ্বারপ্রান্তে এসে শনিবার (৩০ সেপ্টেম্বর) একটি অস্থায়ী তহবিল পাস হয়। যার ফলে আগামী ৪৫ দিন সরকারের সব কার্যক্রম চালু থাকবে।

অস্থায়ী বাজেটটি রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের বেশি সমর্থন পেয়ে পাস হয়। ৯০ জন রিপাবলিকান এর বিপক্ষে ভোট দেন।

বিলটি পাস হওয়ার পর ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, আমেরিকানরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। বেশকিছু ‘চরম কদর্য এবং ক্ষতিকর’ রিপাবলিকান বাজেট কাটছাঁটের জন্য যে চাপ দিয়েছিলো তা এড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, এ বাজেটটি অস্থায়ী এবং চূড়ান্ত নয়। এছাড়াও তিনি কিয়েভকে আশ্বস্ত করে বলেন ইউক্রেনের জন্য সহায়তা প্যাকেজ বাদ দেয়া হবে না।

স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্টপগ্যাপ ফান্ডিং বিলটি উত্থাপন করা হয়। স্টপগ্যাপ ফান্ডিং বিলে ম্যাককার্থি প্রস্তাব করেছিলেন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ বাজেটের বিষয়ে কংগ্রেস ঐকমত্যে পৌঁছাতে না পারছে, তার আগে অন্তত আগামী এক মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে স্টপগ্যাপ ফান্ডিং চালু করা হোক। কিন্তু ভোটে বিলটি পাস হয়নি।

বিলের পক্ষে ভোট দেন ১৯৮ জন রিপাবলিকান আইনপ্রণেতা এবং বিপরীতে ভোট দেন ২৩২ জন। এ ২৩২ জনের মধ্যে আবার ২১ জন রিপাবলিকান পার্টির। নিজ দলের কারণেই এ বিলটি পাস হয়নি সেদিন।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

কালকের কারফিউ নিয়ে যে নির্দেশনা

ঢাকা অফিস: ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল...

কমলাকে সমর্থন দিলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক দলের...

মরক্কোয় তাপপ্রবাহে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর কেন্দ্রীয় শহর বেনি মেল্লালে ২৪ ঘণ্টায়...

‌`আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার’

ঢাকা অফিস: সাম্প্রতিক সহিংসতায় আহত সবার চিকিৎসা ও আয়-রোজগারের...