spot_img

পরিবেশ রক্ষায় ব্লাক ইট ব্যবহার বাড়াতে হবে

গত ২৫ সেপ্টেম্বর পরিবেশ অধিদফতর আয়োজিত কর্মশালায় ইট প্রস্তুত বিষয়ে গুরুত্বপূর্ণ আলাচনা হয়েছে। ওই কর্মশালায় সরকারি নির্মাণ কাজে পোড়ানো ইটের পরিবর্তে ব্লাক ইট ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনে আলাচনা হয় করা হয়।

সরকারি যেকোনো স্থাপনা নির্মাণে ৬০ শতাংশ ব্লাক ইট ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে এর অগ্রগতি সামান্যই। সরকারি নির্মাণকাজে কত শতাংশে ব্লাক ইট ব্যবহার হচ্ছে, তার সুনির্দিষ্ট তথ্যও নেই। সরকারি রেট শিডিউলে ব্লাক ইটের দাম নির্ধারণ করা নেই। রেট শিডিউল অর্থ বিভাগের অনুমোদন দেয়ার কথা থাকলেও তা আজও দেয়া হয়নি।

পরিবেশবান্ধব ব্লাক ইট তৈরি ও স্থাপনা নির্মাণকাজে দক্ষ জনশক্তি প্রয়োজন। কিন্তু দক্ষ জনশক্তি তৈরির জন্য যে প্রশিক্ষণ দরকার তা চোখে পড়ার মতো নয়। এক্ষেত্রে করণীয় নির্ধারণ করতে হবে।

দেশে ব্লাক ইট কারখানা রয়েছে দুই শতাধিক। কিন্তু অনেকেই সেটা জানে না। ব্লাক ইট ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। পরিবেশ প্রশ্নে এর গুরুত্বটা যে কত তা তাদের বোঝাতে হবে। ব্লাক ইট যে পরিবেশবান্ধ সেটার জোরালো প্রচার দরকার। ইটভাটায় বছরে ১৩ কোটি টন উর্বর কৃষি জমির মাটি ব্যবহার করা হয়।

পরিবেশবিদরা বলছেন, এতে ফসলি জমি কমতে শুরু করেছে প্রতিবছর। তখন খাদ্য নিরাপত্তাও হুমকি হয়ে দাঁড়াবে। অর্থের লোভে একশ্রেণির অসাধু বন কর্মকর্তা বনের গাছপালা কেটে বিক্রি করছে। অন্যদিকে, দেশে বায়ু দূষণের কারণে বছরে ৮৮ হাজার মানুষ মারা যায়- এমন তথ্যও দিয়েছে বিশ্বব্যাংক। এ কারণে ব্লাক ইটের ব্যবহার বাড়াতে হবে সরকারি ও বেসরকারিভাবে।

দেশে ইটভাটার সংখ্যা সাত হাজার ৫০০টি। ইটভাটাগুলোয় বছরে তিন হাজার পাঁচশ কোটি ইট তৈরি হয়। আর এসব ইট তৈরিতে ব্যবহার করা হয় ১৩ কোটি টন কৃষি মাটি। ইট পোড়াতে লাগে ৫ কোটি ৬০ লাখ টন কয়লা। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে কাঠ ও গাছের গুঁড়ি। ফলে, একদিকে যেমন দেশের প্রাকৃতিক সম্পদ বন উজাড় হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বায়ুদূষণ হ্রাস ও কৃষিজমি সংরক্ষণের জন্য সরকার নির্মাণ কাজে ব্লাক ইটের ব্যবহারের প্রতি গুরুত্ব দিচ্ছে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

পবিত্র আশুরা

সম্পাদকীয়: আজ পবিত্র আশুরা। এ পৃথিবীর অস্তিত্বের সঙ্গেও আশুরার...

সুখী হতে হলে সচেতন প্রচেষ্টার দরকার

সম্পাদকীয়: সমাজ জীবনে সর্বত্র একটা অস্থিরতাভাব সাম্প্রতিককালে লক্ষ্য করা...

গদখালীতে রেল স্টেশনের দাবি যুক্তিযুক্ত

সম্পাদকীয়: স্বপ্নের পদ্মাসেতু দিয়ে দ্রুতই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে।...

কৃষি প্রণোদনা উৎপাদন বাড়াবে

সম্পাদকীয়: দেশে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করতে বছর...