সরকার পতনের হুমকির বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সরকার পতনের হুমকির বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা তো তারিখ দিয়েই যাচ্ছে। দিতে থাক অসুবিধা নাই। এটাতে কিছু মাইন্ড করছি না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশগ্রহণ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর নিয়ে শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তারা তো তারিখ দিয়েই যাচ্ছে। অমুক তারিখে ফেলে দেবে, তমুক তারিখে ফেলে দেবে। দিতে থাক অসুবিধা নাই। আমি এটাতে কিছু মাইন্ড করছি না। আমি মনে করি ভালো। আন্দোলনটা থাকলে আমার পার্টিও ভালো থাকে।

তিনি বলেন, নইলে তারা আবার নেয়ে (নেতিয়ে) পড়ে। মাঝখানে কেউ নাই দেখে ঢিলা দিছিলো। এখন এমপি সাহেবরাও দৌড়াচ্ছে এলাকায়। খবর নেইনি তো কে কতবার গেলো, না গেলো। এখন সবাই দৌড়াদৌড়ি, ছোটাছুটি শুরু করে দিছে। যার যার পজিশন একটু ভাটায় টান দিছিলো, তারা এখন আবার দেখি ভালোর দিকে এগোচ্ছে। এটা তো মানুষের জন্য ভালো।

আন্দোলনের নামে মানুষের ক্ষতি করলে ছাড় দেয়া হবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে যদি মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করে। ওই রকম অগ্নিসন্ত্রাস বা ওই ধরনের কিছু করার চেষ্টা করে। তখন তো ছাড়বো না। আমাদের সঙ্গে জনগণ আছে। আমাদের কিছু করা লাগবে না। জনগণকে ডাক দিলে তারাই ঠাণ্ডা করে দেবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নাকি তাদের মিছিল-মিটিং করতে দেই না। বিএনপি ক্ষমতায় থাকতে, বেশি দূর যাওয়া লাগবে না। ২০০১-এ থাকতে আমাদের সঙ্গে কী আচারণ করেছে। আমাদের নেতাকর্মীদের ধরে নিয়ে দিনের পর দিন যেভাবে তাদের ওপর টর্চার করেছে, অত্যাচার করেছে। আমরা যদি তার একটা কণাও করতাম। তাহলে তাদের অস্তিত্বই থাকতো না।

তিনি বলেন, আমরা তো তাদের খুলে দিয়েছি যে, তোমাদের যা খুশি করো। নিজেদের কাজের মধ্যে দিয়ে মানুষের হৃদয় জয় করে আসো।

বিএনপির আন্দোলনের টাকা কোথা থেকে আসে সাংবাদিকদের তার খোঁজ নেয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের অনুরোধ করবো, এই যে তাদের সোর্স অব মানিটা, এটা কোথা থেকে? সেটা একটু খবর নেবেন, তারা এতো টাকা কোথা থেকে পায়।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) সফরকালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি। কেউ এ বিষয়ে কিছু জিজ্ঞাসাও করেনি। তত্ত্বাবধায়ক সিস্টেম বিএনপিই নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বিদেশ থেকে ফিরে গ্রেফতার ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক

ঢাকা অফিস: রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ‘কাচ্চি ভাই’...

জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার জনগণের...

আরো ৩ দিন হতে পারে কালবৈশাখী ঝড়, সতর্কতা জারি

ঢাকা অফিস: আরো তিনদিনের জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি...

প্রথম দফায় ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ: সিইসি

ঢাকা অফিস: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯...