spot_img

প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ! তাহলে দেরি কেনো?

জীবনে সবারই প্রেম আসে। প্রেমের শুরুটা হয় সারাজীবন একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি দিয়ে। এই প্রতিশ্রুতি অবশ্য খুব কমই শেষ পর্যন্ত টিকে থাকে। সময়ের সঙ্গে হয়তো সম্পর্ক আর আগের মতো থাকে না। নানা কারণে তৈরি হয় বৈরিতা। বহুদিনের চেনা ভালোবাসার মানুষকেও তখন অচেনা লাগে।

আর সম্পর্ক ভেঙে যাওয়ার পর অধিকাংশেরই প্রাক্তনের প্রতি থাকে হাজারটা অভিযোগ। তবে সব ভুলে গিয়ে প্রাক্তনকে ক্ষমা করে দেয়ায় বুদ্ধিমানের কাজ। আর যদি না করে থাকেন, তাহলে আজকে করে দিন।

কেননা আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করার দিন। আর এই বিচিত্র দিবসের যাত্রা শুরু ২০১৮ সালে। প্রতি বছর বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়।

অবশ্য প্রাক্তনকে ক্ষমা করার এই দিবসের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবুও দিবসটি পালনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বিষয়ে বিভিন্ন মন্তব্য পোস্ট করেন।

প্রেমের সম্পর্ক যে কারণেই ভাঙে না কেনো, সবারই প্রাক্তনকে ঘিরে রাগ, ক্ষোভ, অভিমান কমবেশি থেকেই যায়। এসব মনে রেখে নিজেকে কষ্ট না দিয়ে এ অভিযোগ ও ঘৃণা মন থেকে দ্রুত মুছে ফেলা জরুরি। সহজ নয়, তবে ক্ষমা করার জন্যই দিবসটির আবির্ভাব।

জানা যায়, দিবসটির জন্ম হয়েছে ইন্টারনেট থেকেই। ২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

ফোন থেকে চোখ কত দূরে রাখতে হয়?

বর্তমান সময়ে হাতে হাতে স্মার্টফোন পৌঁছে গেছে। অনেকেই এখন...

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

নাগরিকত্ব সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২০২৪ সালের...

‘আগে ঘুমানোর চেয়ে দেরিতে ঘুমানো মানুষই বেশি বুদ্ধিমান’

ঢাকা অফিস: আর্লি টু বেড, আর্লি টু রাইজ, মেকস...

ব্রণ দূর করবেন যেভাবে

ব্রণের সমস্যা গুরুতর না হলেও ভোগান্তির কারণ হতে পারে।...