spot_img

বাগেরহাটে ২৪৫৯ যক্ষ্মা রোগী শনাক্ত

‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাচাঁই সবাই মিল’, এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাথে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সচেতনতামূলক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান।

নাটাবের বাগেরহাট জেলা শাখার সদস্য সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন বাগেরহাটের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান গাজী মতিয়ার রহমানসহ সমিতির এইচএম মোস্তাফিজুর রহমান ও এফএম মোস্তাফিজুল হক প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান যক্ষ্মা রোগ বিষয়ে বলেন, যক্ষ্মা একটি সংক্রমক রোগ। এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাঁশি থাকলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। রোগ শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। নিয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধের সেবনের মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর ৫ বছরের নীচে সকল বয়সের শিশু ও ৬০ বছরের উপরের সকল মানুষকে টিপিটি বা যক্ষ্মা প্রতিরোধী চিকিৎসা নিতে হবে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে বলে পরামর্শ প্রদান করা হয়।

এ সভায় আরো বলা হয়, ২০২২ সালে জুলাই থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত বাগেরহাটে দুই হাজার ৪৫৯ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। যাদের চিকিৎসা অব্যাহত রয়েছে। এখন যক্ষ্মা রোগে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মতবিনিময় সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন নাটাবের এফ এল এস তরুণ কুমার বিশ্বাস।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

বাগেরহাটে তিনটি চোরাই ভ্যান উদ্ধার, ২ জন গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাটে বৃহস্পতিবার(১৮ জুলাই) চার্জে দেয়া...

বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজাদুল হক, বাগেরহাট: কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধা সম্পর্কে কটুক্তি...

বাগেরহাটে ব্রীজের সাথে অটো ভ্যানের ধাক্কা, চালক নিহত

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী বাজার এলাকায়...

বাগেরহাটে ৬টি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার নলধাবাগ এলাকায় এক...