যশোরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের শাহাদুল্লাহপুর গ্রামের ভৈরব নদীতে বস্তাবন্দী অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কোতোয়ালী থানা পিবিআই এবং ডিবি পুলিশ ওই লাশটি উদ্ধার করে।

তথ্য প্রযুক্তির মাধ্যমে এদিনই ইমন নামে এক ইজিবাইক চালকের ওই লাশটি বলে পুলিশ শনাক্ত করেছে। পাশাপাশি নিহতের পরিবারের লোকও লাশটি শনাক্ত করেছে।

নিহত ইমন হোসেন অভয়নগর উপজেলার পুরাতাল গ্রামের আবুল কালামের ছেলে।

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর লাশ উদ্ধার

এ ব্যাপারে নিহতের ভাই সুমন হোসেন জানিয়েছেন, ২৮ এপ্রিল সকাল ৬টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ইমন। ঐদিন দুপুর ১২টার দিকে তার মা শাহিনুর বেগমের সাথে ইমনের শেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহারিত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে ইমনের সন্ধান না পেয়ে তার পিতা ঐদিনই অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে জঙ্গল গ্রামের মহিবুর রহমানের ধান ক্ষেতে বস্তাবন্দি একটি লাশ পড়ে আছে বলে স্থানীয়রা দেখতে পায়।

খবর পেয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামান এবং পরবর্তীতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক পিবিআই পুলিশের পরিদর্শক মনায়ন কোভিদ এবং ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজীবের নেতৃত্বে একাধিক টিম ঘটনাস্থলে যান।

খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এক পর্যায় পিবিআইয়ের কাছে থাকা তথ্যপ্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা ওই লাশটি ইমনের বলে শনাক্ত করা হয়। পাশাপাশি ইমনের মা শাহিনুর বেগম এবং ভাই সুমনসহ পরিবারের অন্যান্য সদস্যরা লাশের পরিচয় শনাক্ত করেন।

ইমনের ভাই সুমন জানিয়েছেন ঘটনার দিন সকালে অজ্ঞাত নামা ৩-৪ জন দুর্বৃত্ত ভাড়াটিয়া সেজে ইমনের ইজিবাইকটি ভাড়া নেয়। এরপর থেকে ইমনের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।

এদিন লাশ উদ্ধারের পর কোতোয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং খুনিদের আটক করে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আজ আবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ছুইছুই

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: আজ আবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ডিগ্রি...

ভারতে লোকসভা নির্বাচন: বেনাপোল দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াত বন্ধ

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে...

বাগেরহাটে পোলেরহাট বাজারে অগ্নিকান্ড, ১২ টি দোকান পুড়ে ছাই

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈব্যজ্ঞ্যহাটি পোলের হাট...

যশোরের নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা করেছেন...