কালীগঞ্জ উপজেলা নির্বাচনে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা করে জামানত হারিয়েছেন চার প্রার্থী।

জামানত হারানো প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি (মোটরসাইকেল), উপজেলা যুবলীগের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন সোহেল (টেলিফোন), এমদাদুল হক সোহাগ (কাপ পিরিচ), সাবেক আওয়ামী লীগ নেতা রাশেদ শমশের (হেলিকপ্টার)।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম বলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ভোট কেন্দ্র ছিলো ৯১টি।

কালীগঞ্জ উপজেলায় মোট ভোটার দুই লাখ ৪৪ হাজার ৯২৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৪ হাজার ৩২৯ জন, নারী ভোটার এক লাখ ২০ হাজার ৫৯২ জন। নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ৬৩ হাজার ১১৬টি।

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে বিজয়ী ৩ চেয়ারম্যান প্রার্থী একই গ্রামের

কালীগঞ্জ উপজেলায় প্রায় আড়াই লাখ ভোটার তার মধ্যে ভোট পড়েছে ২৫ দশমিক ৭৭ শতাংশ।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয় তাহলে সে সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

হিসাব করে দেখা গেছে, মোট প্রদত্ত ভোট ৬৩ হাজার ১১৬। বিধি মোতাবেক ১৫ শতাংশ হিসাবে একজন প্রার্থীকে নুন্যতম ৯ হাজার ৪৬৪টি ভোট পেতে হবে। সেই ক্ষেত্রে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চারজন হেবিওয়েট চেয়ারম্যান প্রাার্থী ৯ হাজার ভোটের ধারের কাছেও পৌছাতে পারেননি।

জামানত হারানো প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি মোটরসাইকেল প্রতীকে পাঁচ হাজার ৫৭২ ভোট পেয়েছেন। যুবলীগের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন সোহেল টেলিফোন প্রতীকে চার হাজার ৮১৮ ভোট, ব্যবসায়ী এমদাদুল হক সোহাগ কাপ পিরিচ প্রতীকে তিন হাজার ৬২৩ ভোট ও সাবেক আওয়ামী লীগ নেতা রাশেদ শমশের হেলিকপ্টার প্রতীকে তিন হাজার ৫১৯ ভোট পেয়েছেন। নির্বাচনী নিয়ম অনুযায়ী এই চার চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

আগের বিধিমালায় নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে জামানত বাজেয়াপ্ত হতো। এ ক্ষেত্রে প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম পেলে জামানত বাজেয়াপ্ত হতো। সংশোধিত বিধিমালা এটি সংশোধন করে ১৫ শতাংশ হয়েছে। অর্থাৎ নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

উল্লেখ্য বুধবার (৮ মে) প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজনসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরের তিন উপজেলায় ইভিএমে ভোট কাল

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই যশোরের তিনটি উপজেলা পরিষদের নির্বাচন।...

৬ দিনেও সন্ধান মেলেনি এমপি আনারের

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও...

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৮ নারী

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বিভিন্ন প্রলোভনে পড়ে ভালো...

যশোরে ঝড়ের সাথে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের পর...