মার্কিন পর্যবেক্ষকদের সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির বৈঠক আজ

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে আজ সোমবার (৯ অক্টোবর) বৈঠক করবে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল।

আজ দুপুর ১২টায় বনানীর হোটেল শেরাটনে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে পর্যবেক্ষক প্রতিনিধিদলটি। অপরদিকে সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক শুরুর কথা রয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশে আসে আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)। নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করতে ছয় সদস্যের এই মিশন বাংলাদেশের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজ এবং বিভিন্ন নির্বাচনী স্টেকহোল্ডারদের সঙ্গে ১২ অক্টোবর পর্যন্ত বৈঠক করবে।

সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলটি বাংলাদেশের আইন অনুযায়ী এবং ২০০৫ সালে জাতিসংঘে সই করা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা’র সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মূল্যায়ন পরিচালনা করবে। কার্যক্রম শেষে প্রতিনিধিদল তাদের মূল অনুসন্ধান, নির্বাচন-পূর্ব পরিবেশ বিশ্লেষণ এবং নির্বাচনের প্রতি নাগরিকদের আস্থা বৃদ্ধির জন্য ব্যবহারিক সুপারিশসহ একটি বিবৃতি প্রকাশ করবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি ঘোষণা

ঢাকা অফিস: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

বিএনপির আরো ৫২ নেতাকে বহিষ্কার

ঢাকা অফিস: বিএনপির আরো ৫২ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।...

‘বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়’

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে বিএনপি...

বিএনপির ৪৫ নেতাকে শোকজ

ঢাকা অফিস: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের তৃতীয়...