বাগেরহাটে দেড় লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল

আজাদুল হক, বাগেরহাট: আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী বাগেরহাটের দেড় লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলার ৯ উপজেলা ও তিনটি পৌরসভায় ১ হাজার ৮৫৮টি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ২৩১ জন সুপারভাইজারের অধীনে ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে সহযোগিতা করবেন।

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে সিভিল সার্জানের কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় সংবাদকর্মীদের এই তথ্য জানানো হয়।

আগামী ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস এবং এক বছর থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জরিপ মতে, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, জেলায় ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২০ হাজার ৬৭৯ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৭২১ জন। আগামী ১২ ডিসেম্বর ৬ থেকে ১১ মাস এবং এক বছর থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশু যাতে বাদ না পড়ে সেজন্য বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয়েছে। এই ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা চেয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রিয়াদুজ্জামান বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুর স্বাভাবিক মৃত্যুরহার হ্রাস করে। হাম, ডায়েরিয়া রোগ প্রতিরোধে ভিটামিন এ ক্যাপসুল গুরুত্বপূর্ণ। তাই জেলার সকল প্রাপ্ত বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে।

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসানও সংবাদকর্মীদের ভিটামিন এ ক্যাপসুল বিষয়ে নানা তথ্য দেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে নিখোঁজ বৃদ্ধের গাছে ঝুলন্ত লাশ উদ্ধার

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে মজিবর রহমান হাওলাদার (৭৫)...

বাগেরহাটে পরিবহনের ধাক্কায় প্রান গেলো ইজিবাইক যাত্রীর

আজাদুল হক, বাগেরহাট: জেলার পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার সাইনবোর্ড...

বাগেরহাটে ৩ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজাদুল হক,বাগেরহাট: জেলার গোয়েন্দা পুলিশের অভিাযানে তিন কেজি গাজাসহ...

বাগেরহাটে কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলায় মোসলেম মোল্লা (৭৫)...