যশোরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরে রাজনৈতিক আধিপত্য বিস্তারে জিল্লুর রহমান শিমুল নামে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিমুল একই গ্রামের মোকলেচুর রহমানের ছেলে এবং আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য।

স্থানীয়রা জানিয়েছে, নিহত জিল্লুর রহমান শিমুল এলাকার এমপি নাবিল আহম্মেদের সমর্থক। তিনি চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। দুই দিন আগে শিমুল মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় গাড়িতে লাইট না থাকায় প্রতিপক্ষ গ্রুপের বুলবুল, বিল্লাল, নাইম, সোহরাব, শিমুল ও মনিরুলের সাথে তার কথা কাটাকাটি হয়। এসময় তারা জিল্লুর রহমানকে হত্যার হুমকি দেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এলাকার তরিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন জিল্লুর রহমান।

যশোরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, চক্রের ৭ সদস্য আটক

পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় জিল্লার রহমানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিল্লুর রহমান।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম ও এসআই শামীম হোসেনসহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন হাসপাতালে আসেন।

এই ব্যাপারে নিহতের স্ত্রী নাসিমা খাতুন বলেছেন, রাজনৈতিক আধিপত্য নিয়ে বেশ কয়েকদিন ধরে এলাকার বুলবুল, বিল্লাল, নাইম, সোহরাব, শিমুল ও মনিরুল তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছিলো। এদিন রাত সাড়ে ৮টার দিকে তিনি বাইরে থেকে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ওই সন্ত্রাসীরা তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

এদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সাইফুর রহমান জানিয়েছেন, অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে জিল্লুর রহমান মারা গেছেন।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারে জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। লাশ হাসপাতাল মর্গে আছে। খুনিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরের নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা করেছেন...

দেশব্যাপী তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিরাট জাগরণ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...

কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি

ঢাকা অফিস: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান...

নির্বাচনে প্রার্থী যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করে ছাড় দেয়া হবে না: যশোরে ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান...