যশোরের টেকনোলজি পার্ককে আরো প্রাণবন্ত ও কর্মমূখী করা হবে: এমপি নাবিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ককে আরো প্রাণবন্ত ও কর্মমূখী করা হবে। আগামী দিনে তথ্য প্রযুক্তি ছাড়া অন্য কিছু চিন্তা করা কঠিন হবে। কারণ একটা সময় ছিলো গার্মেন্টস সেক্টরও এমই ছিলো। ধীরে ধীরে এই খাতও সরকারের সার্বিক সহযোগিতায় খুব শিগগিরই মাথা উচু করে দাড়াবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি রবিবার (১৭ মার্চ) শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত টেকসই উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা যশোর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের চেয়ারম্যান ডক্টর সাইদ মোহাম্মদ গালিব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল ও বিশিষ্ট ব্যবসায়ী কাসেদুজ্জামান সেলিম প্রমুখ।

স্বাগত বক্তৃতা রাখেন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের সভাপতি আহসান কবীর।

মূল প্রজেন্টেশন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল।

সঞ্চালনায় ছিলেন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের নির্বাহী সদস্য উজ্জ্বল বিশ্বাস।

আরো অংশ নেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট। এ সময় অন্যান্য বক্তারা পার্কের সামগ্রিম উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক, ব্যাংকার ও ব্যবসায়ীদের নেতৃবৃন্দ অংশ নেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সংসদ সদস্য আনার কলকাতায় গিয়েছেন, এসে পড়বেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে...

সারাদেশে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: ভ্যাপসা গরমে বৃষ্টি নিয়ে আবারো সুখবর জানালো...

সদর উপজেলাকে সেবামূলক প্রতিষ্ঠানে রুপান্তর করতে চাই: বিপুল

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

উপজেলা নির্বাচন: যশোরে মাঠে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় নির্বাচন...