আসছে শীত, পড়তে শুরু করেছে কুয়াশা

দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে শীত অনুভূত হতে শুরু করেছে। আর শীতের আগমনে ইতোমধ্যে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। দিনের বেলায় সূর্যের প্রখর উপস্থিতিতে তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থাকলেও রাতে হালকা কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমছে।

আজ বুধবার (১৮ অক্টোবর) বাংলা কার্তিক মাসের দ্বিতীয়তম দিন। চারদিকে কুয়াশার মৃদু আবরণ আর নতুন ধানের মিষ্টি গন্ধ জানান দিচ্ছে হেমন্তের উপস্থিতি।

কার্তিক ও অগ্রহায়ণ মাস জুড়েই বাংলাদেশে হেমন্তের বিস্তৃতি। শরতের কাশফুল মাটিতে নুইয়ে পড়ার পরপরই বাংলার রূপবৈচিত্র্যে হাজির হয় হেমন্ত।

হেমন্ত নিয়ে এলো শীতের আগমনী বার্তা

রাতে ঝরছে কুয়াশা। সকালে শিশিরভেজা ঘাস। কুয়াশাচ্ছন্ন থাকছে মাঠ আর ঘাট। ভিজে থাকছে গাছের লতা-পাতা। এভাবেই শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামে।

গত এক সপ্তাহ ধরে ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর বিন্দু বিন্দু শিশির কণা। সেই কণাগুলোর নিবিড় শব্দ মনে করিয়ে দিচ্ছে, শীত আসছে। শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে যেনো আগাম বার্তা দিচ্ছে শীত। সন্ধ্যা হতেই শীত অনুভব হচ্ছে।

ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন

ভৌগলিকভাবে হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে প্রতিবছর শীতের আমেজ শুরু হয় একটু আগেই। মৌসুমের বেশিরভাগ সময়ই এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। অন্যান্য জেলার তুলনায় শীতের অনুভূতিও হয় একটু বেশি। এ বছরও আগে ভাগেই শীত নামতে শুরু করেছে। আর তা জানান দিচ্ছে প্রকৃতি। দিনের বেলায় বেশ গরম থাকলেও রাত থেকেই শুরু হয় কুয়াশা পড়া।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, টানা এক সপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। মূলত পৌষ-মাঘ এই দুই মাস শীতকাল ধরা হলেও এ বছর আশ্বিন-কার্তিকের দিকেই শীতের আগমনী বার্তা। তাই শীতকাল আসা মাত্রই এ বছর শীতের তীব্রতা বাড়তে পারে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

খুলনাসহ যেসব বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

ঢাকা অফিস: খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার...

যশোরসহ ৭ জেলায় অতি তীব্র তাপপ্রবাহ

ঢাকা অফিস: দেশের সাতটি জেলার ওপর দিয়ে অতি তীব্র...

বিদ্যুৎ উৎপাদনে আবারো রেকর্ড

ঢাকা অফিস: বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছাড়ালো আরো একবার। দেশের...

আজও থাকবে তাপপ্রবাহ, কাল ৪ বিভাগে বৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: সদ্য শেষ হওয়া এপ্রিল মাস জুড়েই ছিলো...