চুয়াডাঙ্গায় এক কোটি ১২ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযানে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ আল-মামুন মণ্ডল (২৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য এক কোটি ১২ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।

সেই সঙ্গে চোরাচালানি কাজে ব্যবহৃত তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও বাইসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সোনার বারসহ এক ব্যক্তিকে আটকের খবরটি জানান।

আটক আল-মামুন মণ্ডল দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি জানান, ভারতে সোনা চোরাচালান হবে এমন খবর পেয়ে তারই নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের প্রধান খুঁটি ৭৮/৮-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয়। এদিন বিকাল প্রায় ৪টার দিকে বাইসাইকেলকযোগে এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য বলে। সে বাইসাইকেলযোগে পালিয়ে যেতে চাইলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। ওই মুহুর্তে তার দেহ তল্লাশি করার সময় তার কোমরে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারের সন্ধান পায় বিজিবি সদস্যরা। এরপর তাকে সোনার বারসহ আটক করা হয়।

আটক চোরাকারবারী ব্যক্তি আল-মামুন মণ্ডলের বিরুদ্ধে বিজিবি সদস্য হাবিলদার আব্দুল হাকিম দর্শনা থানায় মামলা করে তাকে থানায় সোপর্দ করেছে এবং জব্দ করা সোনার বারগুলো পরীক্ষার পর নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চুয়াডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপারের...

চুয়াডাঙ্গায় মেয়েকে হত্যার দায়ে মা গ্রেফতার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার ভোগাইল বগাদী গ্রামের শিশু মাইশা...

চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ বন্ধের দুইদিন পর কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় ডুগডুগি গ্রামে উপজেলা প্রশাসন...

চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন আনসার সদস্য

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় স্ত্রীকে ভিডিও কলে রেখে আরিফুল...