‘চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল পদে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেয়া হবে‘

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় পুলিশ কনস্টেবল পদে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পুলিশের আয়োজনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে এ বিষয়টি জানান।

২০০ জনকে চাকরি দেবে দারাজ, নিজ জেলায় কাজের সুযোগ

এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গায় ২৪ জন পুরুষ কনস্টেবল এবং চারজন নারী কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধা এবং যোগ্যতার ভিত্তিতে শেষ করা হবে। সরকার নির্ধারিত ১২০ টাকা আবেদনপত্রের সঙ্গে পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে আবেদন করতে হবে। এরপর ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পুলিশ লাইনে সকল আবেদনকারীর কাগজপত্র যাচাই-বাছাই এবং ২২ ফেব্রুয়ারি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়াটি শেষ করা হবে প্রার্থীর শারীরিক সক্ষমতা ও মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

এসময় তিনি জেলাবাসীর সচেতন করতে জোর দিয়ে বলেন, যার চাকরি হবে তার মাত্র ১২০ টাকার বিনিময়ে চাকরি হবে। এখানে অন্য কোনো পন্থা কাজে আসবে না। এ ব্যাপারে কোনো তদবির বা সুপারিশ কোনোভাবেই গ্ৰহণযোগ্য হবে না।

সরকারি চাকরিতে শূন্যপদ পাঁচ লাখ ৩ হাজার

মিট দ্য প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন ও ডিআই-১ আবু জিহাদ ফকরুল আলম খান।

স্বাআলো/এসআর/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চুয়াডাঙ্গার কাঠপট্টিতে অগ্নিসংযোগ, মূল আসামি সোনা আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন...

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৩০ হাজার ৮১০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা...

চুয়াডাঙ্গায় ৩০ হাজার ৮১০ মেট্রিকটন আম সংগ্রহ শুরু হলো

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৩০ হাজার ৮১০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে...

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৭৯৯৮১ প্রার্থী

ঢাকা অফিস: ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত...