চুয়াডাঙ্গায় যুবকের মাজায় মিললো সাড়ে ১০ কেজি সোনার বার

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মাথাভাঙ্গা নদী থেকে মিরাজুল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার মাজা থেকে ৬৮ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে, যার ওজন ১০ কেজি ২৬৩ গ্রাম (৮৭৯.৮৮ ভরি)।

মিরাজুল ইসলাম নাস্তিপুর গ্রামের ইয়াছিন আলির ছেলে।

রবিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর ঘাট এলাকা থেকে বারসহ তার লাশ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি জানান উপজেলার বারাদী সীমান্ত দিয়ে সোনা চোরাচালান হবে। এমন বিশেষ তথ্যের ভিত্তিতে বারাদী বিওপির টহলদল সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদার করাসহ কড়া নজরদারি বৃদ্ধি করে।

এসময় বিকাল ৪টার দিকে টহলদল জানতে পারে দুইজন সোনা চোরাকারবারি সোনাসহ সীমান্ত পিলার ৮০/১-আর নিকট দিয়ে মাথাভাঙ্গা নদী পার হয়ে ভারতে যাওয়ার সময় আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিরাজুল ইসলাম নদীর পানিতে ডুবে যায়। অপর চোরাকারবারি
নদী থেকে উঠে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার জাকির হোসেন টহল দল নিয়ে উক্ত স্থানে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় ডুবে যাওয়া চোরাকারবারি মিরাজকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পরে বিজিবি মৃত চোরাকারবারির শরীরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০ কেজি ২৬৩ গ্রাম (৮৭৯.৮৮ ভরি) ওজনের ছোট বড় ৬৮টি সোনার বার উদ্ধার করে।

এ ব্যাপারে নায়েব সুবেদার জাকির হোসেন বাদী হয়ে উদ্ধারকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমাকরণ এবং মৃত ব্যক্তির পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন শেষে মৃতের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা অফিস: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের...

চুয়াডাঙ্গার কাঠপট্টিতে অগ্নিসংযোগ, মূল আসামি সোনা আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন...

ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়া তালিকায় ৯ বাংলাদেশি

ঢাকা অফিস: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে যারা পরিবর্তন আনছেন এবং...

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৩০ হাজার ৮১০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা...