যশোরে পল্লী বিদ্যুতের দুই কর্মচারীকে মারধর, নারী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে বকেয়া থাকা বিল না দেয়ায় সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুইজন মিটার রিডারকে মারধরে জখমের ঘটনায় নাজনীন নাহার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

আটক নাজনীন নাহার সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় নাজনীন ও তার ভাই আনার উদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) আব্দুর রউফ মামলার এজাহারে উল্লেখ করেছেন, আসামি নাজনীন নাহার পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক। তার তিন মাসের বিল বকেয়া পড়ে যাওয়ায় মিটার রিডার কাম ম্যাসেঞ্জার জুমার আলী ও লোকমান হোসেন ৪ ফেব্রুয়ারি দুপুরে ওই বাড়িতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে ক্ষিপ্ত হয় দুই আসামি।

এসময় তারা বাঁশের লাঠি, লোহার রড দিয়ে জুমার আলী ও লোকমানকে মারধর করে। তাদের ওপর দা দিয়ে হত্যার জন্য আক্রমণ করা হয়। তারা ভয়ে দৌড়ে স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেন। কিন্তু সেখানে গিয়েও তাদের কুপিয়ে হত্যার হুমকি দেয়া হয়। পরে জীবন বাঁচাতে তারা ফের সংযোগ দিয়ে প্রাণে বাঁচেন। পরে সংবাদ পেয়ে এজিএম প্রশাসন গাড়ি পাঠিয়ে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল সহাসপাতালে ভর্তি করেন। পরে থানায় মামলা করেন।

তালবাড়িয়ার পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হুদা জানিয়েছেন, সোমবার রাতে বাড়িতে অভিযান চালিয়ে নাজনীন নাহারকে আটক করা হয়। কিন্তু তার ভাই আনার উদ্দিনকে পাওয়া যায়নি। মঙ্গলবার নাজনীন নাহারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরে ঝড়ের সাথে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের পর...

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ইট বোঝাই ট্রাকের চাকায়...

সদর উপজেলাকে সেবামূলক প্রতিষ্ঠানে রুপান্তর করতে চাই: বিপুল

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

উপজেলা নির্বাচন: যশোরে মাঠে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় নির্বাচন...