পৈতৃক সম্পত্তি দখল, নিঃস্ব পরিবার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় প্রভাবশালী একটি পক্ষ পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল করায় নিস্ব হয়ে পড়েছে ভক্তভোগী একটি নিরীহ পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিন চরখালীর শ্রীনাথ বাজারে। ভক্তভোগী পরিবার হচ্ছেন শ্রীনাথ বাজারের মনিন্দ্র মিত্রের ছেলে নিরঞ্জন মিত্র (৮৩) এর পরিবার। এ বিষয়ে অসহায় নিরঞ্জন মিত্র জানান, আমার ঠাকুর দাদার বাবার নাম কৃষ্ণরাম দাস (আমার তালই) প্রায় ১৮ একর সম্পত্তি রেখে মারা যান। তার ওয়ারিশ হিসেবে এক ছেলে (আমার ঠাকুর দাদা) উক্ত সম্পত্তির মালিক ছিলেন মহিম মিত্র।

তার ওয়ারিশ ছিলেন আমার বাবা মনিন্দ্র মিত্র। আমার বাবা একমাত্র ওয়ারিশ হিসেবে উক্ত সম্পত্তি মালিক আমি। আমি ধর্ম সাধনায় দীর্ঘ বছর বাড়িতে না থাকার সুযোগে এলাকার প্রভাবশালীরা আমার সম্পত্তি ভাগ বণ্টন করে জোর পূর্বক দখল করে রেখেছে। আমি বাড়ি এসে দেখি আমার সম্পত্তির মধ্যে প্রভাবশালীরা বসবাস করছে। তারা আমার জায়গায় আমাকে যেতে দেয় না। তারা আমার জাগয়ার মধ্যে ঘর- বাড়ি, দোকান-পাট করে আমার জমির ভয়া মালিক সেজেছেন।

আমি আমার সম্পত্তি থেকে বঞ্চিত। আমি আমার পরিবার নিয়ে আমার জমিতে ফিরে আসলেও প্রভাবশালীদের কারণে এখন আমি পথের ফকির। আমি এখন নিস্ব অবস্থায় আছি।

অথচ আমার বাব-দাদাদের জমির কোন শেষ নাই কিন্তু আজ আমি পরিবার নিয়ে না খেয়ে দিন যাপন করছি। মাথা গোঁজার মত ঠাঁই পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তিনি আরো জানান, বোয়ালিয়া মৌজার ১২১নং জেএল এর ৪১৭ নং খতিয়ানের সাতটি দাগে চার একর ৮৬ শতক, ৪১৪ নং খতিয়ানের চারটি দাগে তিন একর ৯৯ শতক, ৪১৯ নং খতিয়ানের দুইটি দাগে তিন একর ৩৩ শতক, ৪১৫ নং খতিয়ানের তিনটি দাগে এক একর ৬৬ শতক, ৪১৬ নং খতিয়ানের পাচঁটি দাগে এক একর ৮৯ শতক এবং ৪১৮ নং খতিয়ানের একটি দাগে ৩৫ শতক জমির মালিক আমরা। সমস্ত জমি প্রভাবশালীরা দখল করে নিয়েছে।

আমি অসহায় নিঃস্ব মানুষ। আমার জমি আমি ফেরত পেতে চাই। আমি প্রশাসন থেকে শুরু করে সবার সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে আমার জমি ফিরিয়ে দেয়ার সদয় ব্যবস্থা করেন। নতুবা আমার পরিবার সহ আমার মারা যাওয়া ছাড়া আর কোন পথ নাই। এ ব্যাপারে শ্রীনাথ বাজারের ব্যবসায়ী আবুল কালাম ও এমাদুল জানান, নিরঞ্জন মিত্র গরিব মানুষ। তার বাব-দাদার এত সম্পত্তি থাকা সত্ত্বেও আজ সে পথের ভিখারী। প্রভাবশালীরা তার জায়গা নামে বেনামে ভোগ দখল করে খাচ্ছে। আমরা চাই প্রকৃত মালিক

হিসেবে নিরঞ্জন মিত্র ও তার পরিবার যেন এই জমি ভোগ দখল করে শান্তিতে বসবাস করতে পারে। এ বিষয়ে ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, নিরঞ্জন মিত্র একজন অসহায় নিঃস্ব মানুষ। শ্রীনাথ বাজারে ছোট একটি চায়ের দোকান করে এখন সংসার চালাচ্ছে। তার বাব-দাদার অনেক সম্পত্তি থাকলেও সেখানে তিনি যেতে পারছেন না। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু জানান, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে শুনেছি। লিখিত আবেদন পেলে আমরা সালিশের উদ্যোগ
নিতে পারি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম খান বলেন, জায়গা-জমির বিষয়গুলো আদালত বোঝেন। আদালতের নির্দেশনা পেলে আইনগত উদ্যোগ নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

পটুয়াখালীতে কৃষি উদ্যোক্তাদের দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার আটটি উপজেলার দুইশ কৃষি উদ্যোক্তাদের...

চেয়ারম্যান প্রার্থী মিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান...

পটুয়াখালীতে মুক্ত গণমাধ্যম দিবস পালিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতন বন্ধে...

পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: শ্রমিক মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ...