মায়ের জানাজা পড়তে এসে ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী: বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া মায়ের জানাজা পড়তে এসে সড়ক দুর্ঘটনায় ছেলে এবং মেয়ের জামাতাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা-সিলেট মহাড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার বাসিন্দা শাহজাহান মেম্বারের ছেলে ইতালি প্রবাসী শাহ আলম (৫০) এবং তার ভগ্নিপতি একই উপজেলার শামসু উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪০)।

শিশুর মৃত্যু: জে এস ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ১৪ বছর যাবৎ স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বসবাস করতো শাহ আলম। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার তার মায়ের জানাজায় অংশ নিতে সকালেই দেশে ফেরার পর বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে ভগ্নিপতি সেলিম মিয়া, তার ভাগিনাসহ চারজন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেয়ার পর তার ভগ্নিপতি সেলিম মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরো দুইজন আহত হয়েছেন।

চুয়াডাঙ্গায় কারাগারে হাজতির মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান।

তিনি জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মাইক্রোবাস ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। তার মাইক্রোবাসের চালক এবং অপর যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এসআর/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বজ্রপাতে মা ও ছেলেসহ নিহত ৩

নরসিংদীতে বজ্রপাতে দুই নারীসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে ৷...

নগদের দুই কর্মীকে গুলি, ৬০ লাখ টাকা ছিনতাই

নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাকিং এজেন্ট নগদের দুই কর্মীকে গুলি...

নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি, নরসিংদী: জেলার পলাশের ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কে বাস...

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চোরাগুপ্তা...