যশোরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন, পলাতক দুইজনই

যশোরের মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্ত দুইজনই পলাতক রয়েছেন।

বুধবার (৪ অক্টোরব) অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতে বিচারক তাজুল ইসলাম এ আদেশ দিয়েছেন।

সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, যশোরের ঝিকরগাছার কুমড়ী গ্রামের হারুন অর রশীদ ও সাতক্ষীরা কলারোয়ার রামভদ্রপুর গ্রামের সাইফুল ইসলাম।

এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর শার্শার বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের সদস্য এসআই শরীফ হাবিবুর রহমান রহমান গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ নাভারণ-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া জিবলীতলা নামকস্থানে অবস্থান নেন। এ সময় বাগআঁচড়া থেকে ছেড়ে আসা একটি নছিমন আসতে দেখে থামার সংকেত দেন তিনি। এ সময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হারুন অর রশীদকে আটক ও তার স্বীকারোক্তিতে নসিমনের টুলবক্স থেকে এক কেজি হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক হারুন ও পলাতক সাইফুলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন এসআই শরীফ হাবিবুর রহমান। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম। দীর্ঘসাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজনই পলাতক রয়েছেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরের নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা করেছেন...

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা অফিস: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের...

ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়া তালিকায় ৯ বাংলাদেশি

ঢাকা অফিস: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে যারা পরিবর্তন আনছেন এবং...

নির্বাচনে প্রার্থী যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করে ছাড় দেয়া হবে না: যশোরে ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান...