শরবত খেয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলায় রোজা রেখে ইফতার করার সময় মেয়াদউত্তীর্ণ স্যালাইন দিয়ে বানানো শরবত পান করে জিমহা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও একই শরবত পান করে ওই পরিবারের আরো চারজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

জিমহা বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে।

অসুস্থরা হলেন, কাইয়ুম উদ্দিনের স্ত্রী পারভীন খাতুন, মেয়ে রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

মৃত শিশুর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শবেবরাত উপলক্ষে সোমবার রোজা রাখেন পারভীন খাতুন। ইফতারের সময় তিনি মেয়াদউত্তীর্ণ ওরস্যালাইন দিয়ে বানানো শরবত পান করেন। এ সময় তার তিন সন্তান জিমহা, রিয়া, নুরি ও ভাতিজি মিথিলাও ওই শরবত পান করে। এর কিছুক্ষণের মধ্যে সবাই অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের বেলকুচির একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিমহাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটে বীরমুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল হোসেন জানান, সন্ধ্যার পর পাঁচজন রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে জিমহা নামের শিশুটি মারা গেছে। অন্যদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

তিনি আরো জানান, অসুস্থদের বক্তব্য অনুযায়ী খাবার স্যালাইন খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েন।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

গৃহবধ‍ূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: জেলার তাড়াশে পাখি খাতুন (২৮) নামে...

ঘুমন্ত অবস্থায় মাকে গলা কেটে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: জেলায় ঘুমন্ত অবস্থায় মাকে গলা কেটে...

ছাত্রকে গুলি: টেবিলে পিস্তল রেখে ক্লাস নিতেন সেই শিক্ষক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: জেলার শহীদ এম মনসুর আলী মেডিকেল...

শিক্ষকের গুলিতে আহত শিক্ষার্থী

জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ: জেলার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ...