শিশুর শ্লীলতাহানী ও যৌনপীড়নের চেষ্টা, থানায় মামলা

জেলা প্রতিনিধি, বাগেরহাট: জেলার চিতলমারীতে দশ বছরের এক শিশুকে শ্লীলতাহানী ও যৌনপীড়নের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার শিকার ওই শিশুটির চাচি বাদী হয়ে বৃহস্পবিবার (২২ ফেব্রুয়ারি) চিতলমারী থানায় এ মামলাটি দায়ের করেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ অভিযুক্ত বাবুল শেখকে (৫৫) আদালতে প্রেরণ করেছেন। ঘটনার রাতে এলাকাবাসি গণপিটুনি দিয়ে বাবুল শেখকে পুলিশে সোপর্দ করে।

বাবুল শেখ চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বটতলা গ্রামের বাসিন্দা।

বাগেরহাট অভিযানে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

মামলার বিবরণে জানা গেছে, শিশুটির বাড়ি চিতলমারী উপজেলার পার্শ্ববর্তী একটি উপজেলায়। তার বাবা অসুস্থ্য। বাঁচার তাগিদে ঢাকার একটি এলাকার চা বিক্রি করে সাত সদস্য পরিবারের জীবিকা নির্বাহ করেন। শিশুটি দুইভাই ও তিন বোনের মধ্যে সকলের ছোট। ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে মা-বাবার সাথে ২১ ফেব্রুয়ারি মামা বাড়ি চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বটতলা গ্রামে আসে।

এদিন সন্ধ্যায় অনুষ্ঠান মাঠে একা পেয়ে মামলায় অভিযুক্ত বাবুল শেখ ওই শিশুটিকে খাবার কিনে দিয়ে ফুসলিয়ে নির্জণ একটি বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটির শ্লীলতাহানী ও যৌনপীড়ন করেন। এ সময় তার ডাক ও চিৎকারে লোকজন ছুটে এসে বাবুল শেখকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

নাম না প্রকাশ করার শর্তে এলাকাবাসিরা জানান, বাবুল শেখ খারাপ প্রকৃতির লোক। এর আগেও সে বহু অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। তারা বাবুলের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

বাগেরহাটে খেয়াঘাটের দুই যুগের সমস্যার অবসান

বাবুল শেখের বাড়িতে গিয়েও তার স্বজনদের না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ১০ ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পাহারায় চিকিৎসা শেষে বাবুল শেখকে আদালতে প্রেরণ করেছি।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

আজাদুল হক, বাগেরহাট: প্রথম ধাপের পরিষদ নির্বাচন বাগেরহাটের দুই...

বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে

আজাদুল হক, বাগেরহাট: প্রথম ধাপের নির্বাচনে বাগেরহাটের তিনটি উপজেলার...

রাত পোহালেই বাগেরহাটের দুই উপজেলায় ভোট

আজাদুল হক, বাগেরহাট: রাত পোহালেই চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ...

বাগেরহাটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১০

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাট বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় এলাকার অনৈতিক...