খুলনায় বসবাস ১ কোটি ৭৮ লাখ মানুষের, বেশি ঢাকায়

দেশের বর্তমান মোট জনসংখ্যার সবচেয়ে বড় অংশ বসবাস করে ঢাকা বিভাগে। আর খুলনা বিভাগে বসবাস করে এক কোটি ৭৮ লাখ ১৩ হাজার ২১৮ জন মানুষ। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পর চূড়ান্ত প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য।

বুধবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নিজেদের কার্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ প্রতিবেদন প্রকাশ করেছে।

জনশুমারির চূড়ান্ত প্রতিবেদনে বিভাগভিত্তিক জনসংখ্যা বিভাজনে দেখা যায়, বরিশাল বিভাগের বাসিন্দা সবচেয়ে কম ৯৩ লাখ ২৫ হাজার ৮২০ জন, চট্টগ্রাম বিভাগে তিন কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৬১২ জন। আর ঢাকা বিভাগে সর্বোচ্চ চার কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন

এছাড়া খুলনা বিভাগে এক কোটি ৭৮ লাখ ১৩ হাজার ২১৮ জন, ময়মনসিংহ বিভাগে এক কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৭২ জন, রাজশাহী বিভাগে দুই কোটি সাত লাখ ৯৪ হাজার ১৯ জন, রংপুর বিভাগে এক কোটি ৮০ লাখ ২০ হাজার ৭১ জন এবং সিলেট বিভাগে এক কোটি ১৪ লাখ ১৫ হাজার ১১৩ জন বসবাস করছেন।

দেশে বস্তি এলাকায় মোট জনসংখ্যা ১৭ লাখ ৩৬ হাজার ৩০২ জন। এর মধ্যে পুরুষ আট লাখ ৯৭ হাজার ৪০৩ জন, নারী আট লাখ ৩৮ হাজার ৪৪৩ জন। এ ছাড়া ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১৮৫ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার মধ্যে গ্রামে বসবাস করে ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন, শহরে পাঁচ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন। সে হিসাবে গ্রামের জনসংখ্যা শহরের চেয়ে দ্বিগুণেরও বেশি।

এদিকে দেশে মোট ৩৯ লাখ ৫০ হাজার ১৫৫টি পরিবার প্রবাসী আয় গ্রহণ করে। রেমিট্যান্স গ্রহণে এর মধ্যে সবচেয়ে এগিয়ে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগের ৪২ দশমিক ৪৩ শতাংশ লোক রেমিট্যান্স গ্রহণ করে।

স্বাধীনতার পর ১৯৭৪ সালে দেশে প্রথম জনশুমারি করা হয়। সে সময় জনসংখ্যা পাওয়া গিয়েছিলো সাত কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন। ১৯৮১ সালের শুমারিতে তা বেড়ে হয় আট কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন। ১৯৯১ সালের শুমারিতে জনসংখ্যা পাওয়া যায় ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন।

সর্বশেষ ২০১১ সালের আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের জনসংখ্যা ছিলো ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সংসদ সদস্য আনার কলকাতায় গিয়েছেন, এসে পড়বেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে...

সারাদেশে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: ভ্যাপসা গরমে বৃষ্টি নিয়ে আবারো সুখবর জানালো...

সদর উপজেলাকে সেবামূলক প্রতিষ্ঠানে রুপান্তর করতে চাই: বিপুল

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

চুয়াডাঙ্গায় নকল ওরস্যালাইন বিক্রি, জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার...