সাত সকালে সড়কে ঝরলো ১০ প্রাণ

তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। বুধবার (১১ অক্টোবর) সকালে ওই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে উপজেলার চেলেরঘাট এলাকায় পাঁচজন, ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় চারজন ও মুন্সিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিলো। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।

দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় লেগুনার পেছনে পিকআপ ধাক্কায় চারজন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

উপজেলা নির্বাচন: সারাদেশে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা অফিস: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও...

একাদশ শ্রেণির ভর্তি ১৫ জুলাই থেকে শুরু

ঢাকা অফিস: চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস...

ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: কাদের

ঢাকা অফিস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,...

বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত

জেলা প্রতিনিধি, বান্দরবান: জেলার রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকিচিন...