বাগেরহাটে জেলেদের ২০ লাখ টাকার কাঁকড়া ছিনিয়ে এলো বনরক্ষীরা

চরম অনিয়ম ও দুর্নীতিতে আলোচিত বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বনরক্ষীদের বিরুদ্ধে এবার দরিদ্র জেলেদের আহরিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের কাঁকড়া ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

এ সময় নদীতে থাকা জেলেদের নৌকায় হামলা ভাংচুর ও মারধর করে ছয়জন জেলেকে আটক করে রাখার অভিযোগ করেছেন ফিরে আসা অপর জেলেরা।

এ ঘটনায় বুধবার (২২ নভেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জেলেরা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে জেলে তরিকুল, ওমর গাজী, আলমঙ্গীর ও রাজিব শেখ বলেন, রাজস্ব প্রদানের মাধ্যমে বনবিভাগের পাস-পারমিট সংগ্রহ করে ১২ নভেম্বর ৪০ জন জেলে ১২টি নৌকা নিয়ে সুন্দরবনের দুবলা এলাকায় কাঁকড়া আহরণ করতে যায়। পরে গত ২১ নভেম্বর রাতে চারটি নৌকায় ৪০ মন কাঁকড়া নিয়ে লোকালয়ে ফিরে আসছিলেন তারা। এ সময় সুন্দরবনের পশুর নদীর নন্দবালা এলাকায় পৌছালে চাঁদপাই ফরেষ্ট স্টেশন কর্মকর্তা আনিসুর রহমানের নেতৃত্বে ১০/১২ জন বনরক্ষী ও বহিরাগতদের সঙ্গে নিয়ে জেলেদের নৌকা আটক করে।

এ সময় জেলেরা তাদের বৈধ অনুমতিপত্র দেখালেও বনরক্ষীরা জেলেদের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায় জেলেদের মারধর, নৌকা ভাঙচুর করে অসাধু বনরক্ষীরা।

আটককৃত জেলেরা হলেন, ইউনুছ আলী (৫৫), আজিজুল (২২), রাজ্জাক (৩০), জাহিদুল (২৩), মিজান (৩০) ও তোফাজ্জোল (৩৫)।

বনরক্ষীদের এলোপাতাড়ি মারধরের সময় রুমি শেখ (১৮) ও আলমগীর (৩২) নামে অপর দুই জেলে নিখোঁজ হয়।

ফিরে আসা জেলেরা বলেন, সুন্দরবন ও সাগর উপকুলে কাঁকড়া আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়লে লোকালয় থেকে নৌকা ট্রলার পাঠিয়ে উদ্ধার করা হয়। সেই ট্রলারটিও ভাঙচুর করে নিয়ে গেছে বনরক্ষীরা।

জেলেরা বলেন, তাদের কাছ থেকে নিয়ে নেয়া আহরিত ৪০ মণ কাঁকড়ার (রফতানিযোগ্য) বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত জেলেরা অভিযোগ করেন, তাদের কাছ থেকে ঘুষ ও অতিরিক্ত অর্থ হাতিয়ে নিতে বনরক্ষীরাদের হাতে নির্যাতন ও হয়রানি এখন প্রকাশ্য রুপ নিয়েছে।

সুন্দরবনে জেলেদের কাঁকড়া আহরণে পাসপারমিট থাকার কথা স্বীকার করে চাঁদাপাই স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কাঁকড়া আহরণে বৈধতা থাকলেও অবৈধ পরিবহন ব্যবস্থার কারণে কাঁকড়া ও চারটি নৌকা, একটি ট্রলারসহ ছয় জেলেকে আটক করা হয়েছে।

জেলেদের মারধরের ঘটনা তিনি অস্বীকার করেন। এ ছাড়া দুইজন জেলে নিখোঁজ থাকার বিষয়টি তিনি জানেন না বলেও জানান।

বনরক্ষী ও জেলেদের মধ্যে এ পরিস্থিতি প্রসঙ্গে সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, এ ঘটনার খোঁজ খবর নেয়া হচ্ছে। যারা দোষী হবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে পোলেরহাট বাজারে অগ্নিকান্ড, ১২ টি দোকান পুড়ে ছাই

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈব্যজ্ঞ্যহাটি পোলের হাট...

বাগেরহাটে নারীকে গরম পানি নিক্ষেপ, চা দোকানদার গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোংলায় কথা কাটাকাটিতে উত্তেজিত হয়ে...

বাগেরহাটে পোশাক শ্রমিক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: চট্রগ্রামে চাঞ্চল্যকর কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন...

বাগেরহাটে রাস্তায় ঝরলো আম বিক্রেতার প্রাণ

আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলায় রাস্তায় ট্রাকের ধাক্কায়...