এক হাসপাতালে ২৪ ঘণ্টায় নবজাতকসহ ২৪ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের নান্দেডের একটি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় নবজাতকসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। ওষুধ ও কর্মীর ঘাটতিকে দায়ী করে হাসপাতালের ডিন এ তথ্য জানিয়েছেন।

নান্দেডের শঙ্কররাও চ্যাভান সরকারি হাসপাতালের ডিন জানান, গত ২৪ ঘণ্টায় ২৪টি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক বিভিন্ন অসুস্থতার কারণে মারা গেছেন। তবে তাদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে সাপের কামড়ে।

তিনি জানান, হাসপাতালটি একটি তৃতীয় স্তরের পরিচর্যাকেন্দ্র এবং ৭০ থেকে ৮০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এটিই একমাত্র চিকিৎসাকেন্দ্র। তাই রোগীরা দূর-দূরান্ত থেকে তাদের কাছে আসে। তবে গত কয়েক দিনে রোগীর সংখ্যা বেড়ে যায়। এতে বাজেট নিয়ে সমস্যা তৈরি হয়।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা অশোক চভান হাসপাতাল পরিদর্শন করে বলেন, মোট ২৪ জন প্রাণ হারিয়েছে। ৭০ জন এখনো গুরুতর অবস্থায়।

চিকিৎসা সুবিধা ও কর্মীদের অভাব রয়েছে। অনেক নার্সকে বদলি করা হয়েছিলো এবং তাদের বদলে কাউকে দেয়া হয়নি। অনেক মেশিন কাজ করছে না। হাসপাতালের ধারণ ক্ষমতা ৫০০, কিন্তু এক হাজার ২০০ রোগী ভর্তি করা হয়েছে। আমি অজিত পাওয়ারের সঙ্গে কথা বলবো। সরকারের উচিত বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।

শারদ পাওয়ারের এনসিপির মুখপাত্র বিকাশ লওয়ান্ডে এক্সে লিখেছেন, নান্দেডের সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের ওষুধ সরবরাহের অভাবে ঘটেছে। এটি এমন একটি সরকারের জন্য লজ্জাজনক, যারা শুধুমাত্র উৎসব ও অনুষ্ঠানের বিজ্ঞাপন দেয়।

সূত্র: এনডিটিভি

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

হেলিকপ্টার বিধ্বস্ত এলাকা থেকে রাইসির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম...

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোখবার

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি...

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি...

আছড়ে পড়লো ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার আছড়ে...