বাগেরহাটের ৪ আসনে স্বতন্ত্রসহ ৩০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রাজনৈতিক দলের ২৬ জন এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দফতরে এসব মনোনয়ন ফরম জমা দেন প্রার্থীরা।

বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ আসনে ৮ জন, বাগেরহাট-২ আসনে ৬ জন, বাগেরহাট-৩ আসনে ৮ জন এবং বাগেরহাট-৪ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা হলেন, বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এমপি, জাতীয় পার্টির কামরুজ্জামান, জাকের পার্টির শেখ গোলাম ফারুক চান, তৃণমূল বিএনপির মাহফুজুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) এর মঞ্জুর হোসেন শিকদার, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ, বাংলাদেশ কংগ্রেস’র আতাউর রহমান আতিকী এবং কাজী রবিউল।

বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনে আওয়ামী লীগের শেখ সারহান নাসের তন্ময় এমপি, জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম, জাকের পার্টির খান আরিফুর রহমান, তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) এর সোলায়মান শিকদার এবং স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগের হাবিবুন নাহার এমপি, জাতীয় পার্টির মনিরুজ্জামান মনি, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) এর সুব্রত মন্ডল, বাংলাদেশ কংগ্রেসে’র মফিজুল ইসলাম গাজী, তৃণমূল বিএনপির ম্যানুয়েল সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার ও শেখ নিজাম উদ্দিন আহমেদ।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি, জাকের পার্টির বাদল রেজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) এর রেজাউল ইসলাম রাজু, তৃণমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসাইন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খালিদ হোসেন বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ সময় পর্যন্ত বাগেরহাটের ৪টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শান্তিপূর্ণভাবে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জরিমানা

আজাদুল হক, বাগেরহাট: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ...

বাগেরহাটে পোলেরহাট বাজারে অগ্নিকান্ড, ১২ টি দোকান পুড়ে ছাই

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈব্যজ্ঞ্যহাটি পোলের হাট...

বাগেরহাটে নারীকে গরম পানি নিক্ষেপ, চা দোকানদার গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোংলায় কথা কাটাকাটিতে উত্তেজিত হয়ে...

বাগেরহাটে পোশাক শ্রমিক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: চট্রগ্রামে চাঞ্চল্যকর কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন...