কালীগঞ্জে আগুনে ৫ লাখ টাকার মালামাল ভস্মিভুত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে সাদেক আলী নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সাদীকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ সাদেক আলী ওই এলাকার ইবাদ আলীর ছেলে।

অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনির হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে বসতবাড়ির ঘরের ওপরে পড়ে। এতে করে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনের লেলিহান এতই শক্তিশালী গ্রামবাসী পানি দিয়ে নিভাতে পারছিলো না। মুহুর্তের মধ্যে সাদেক আলী ঘরের আগুন ধরে বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র সবই পুড়ে যায়। এতে পরিবারটির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটিতে মালামালসহ প্রায় সাড়ে চার লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চলতি মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে...

সারাদেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ

ঢাকা অফিস: শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে কোথাও...

মারধরের প্রতিশোধ নিতে যশোরে কলেজছাত্র নুর খুন

নিজস্ব প্রতিবেদক: যশোরে কলেজছাত্র নুর হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার...

আসতে পারে আইলার চেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক: ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে আছড়ে পড়েছিলো...