৯০ মিনিটে ৮০টি শট, ৯-০ গোলের বিশাল জয় পেলো ব্রাজিল

ব্রাজিল, আর্জেন্টিনাসহ সিনিয়র জাতীয় দলগুলো বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে ব্যস্ত। ঠিক সেই সময়ে ইন্দোনেশিয়ায় চলছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের দেখা না হলেও, নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই হেরেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে তারা। যেখানে আগে খেলতে নেমে প্রতিপক্ষ নিউ ক্যালেদোনিয়ার সঙ্গে ছেলেখেলাই করলো ব্রাজিল। তাদের জালে মোট ৯ বার সেলেসাওরা বল পাঠিয়েছে।

পুরো ম্যাচের চিত্রটা এমন ৭৮ শতাংশ বলই এদিন ব্রাজিলের দখলে ছিলো। তারা সবমিলিয়ে ৯০ মিনিটে শট নিয়েছে ৮০টি! এর মধ্যে ২৩টি ছিলো পোস্টের লক্ষ্যে। কেবল প্রথমার্ধেই ব্রাজিল ৪৭টি শট নিয়েছিলো। অন্যদিকে, নিউ ক্যালেদোনিয়ার নেয়া ৫টি শটের মাত্র ১টিই ছিলো গোলের লক্ষ্যে। ব্রাজিলের দাপুটে পারফরম্যান্সের ম্যাচে তাদের গোলরক্ষককে বড় কোনো পরীক্ষায় পড়তে হয়নি বলা চলে।

নিউ ক্যালেদোনিয়া ব্রাজিলের বক্সের দিকে যেতে পেরেছেই তো হাতে গোনা দুয়েকবার! ম্যাচের প্রায় পুরোটা সময়ই যেভাবে নিউ ক্যালেদোনিয়ার বক্সের আশপাশে কেটেছে, তাতে উল্টো মনে হচ্ছিলো– ব্রাজিলগোলরক্ষক না নামালেও কোনো অসুবিধাই হতো না! ব্রাজিলের হয়ে ৯-০ গোলে জয় পাওয়া দিনে হ্যাটট্রিক করেছেন কাউয়া এলিয়াস। এছাড়া রাইয়ান দুইটি, এস্তেভাও উইলিয়ান, হানরি সান্তোস ও ভিক্টোর কুনহা একবার করে বল জালে পাঠান।

ম্যাচের প্রথমার্ধেই ৩ বার লিড নেয় ব্রাজিল। ২৮ মিনিটে রায়ানের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। এর পাঁচ মিনিট পর (৪৪) তৃতীয় গোলটি করেন সান্তোস। দ্বিতীয়ার্ধে তারা আরো আগ্রাসী হয়ে ওঠে। বিরতির পর নেমেই গোল করেন কাউয়া এলিয়াস, শেষ পর্যন্ত ৮৬ ও ৯৪ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিকই পূর্ণ করেছেন তিনি। ৫১ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেছেন রাইয়ানও।

তবে ৫৫ মিনিটে ভিতর রেইস প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে যে গোলটি করেছেন, তা চোখে লেগে থাকার মতো। ১৭ বছর বয়সী একজনের পায়ে এত জোরালো শট অবিশ্বাসই জাগায়! ৬১ মিনিটে ব্রাজিলের সপ্তম গোলটি করেছেন কুনহা। এর আগে প্রথম ম্যাচে ব্রাজিল ইরানের কাছে ৩-২ গোলে হেরে গিয়েছিলো। গ্রুপের অন্য দল ইংল্যান্ড, তাদের সঙ্গে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচটি ব্রাজিল খেলবে আগামী শুক্রবার।

সে ম্যাচে না জিতলে তাদের যে দ্বিতীয় পর্বে ওঠা হচ্ছে না, এটা সম্ভবত নিশ্চিত। পরাজিত হওয়া নিউ ক্যালেদোনিয়া এর আগে ১০-০ গোলে হেরেছিলো ইংল্যান্ডের বিপক্ষে। আজ আরেক ম্যাচে সন্ধ্যায় ৬টায় জাপানের বিপক্ষে খেলছে আর্জেন্টিনাও। এই ম্যাচে তাদেরও জয়ের বিকল্প নেই, কারণ ব্রাজিলের মতো তারাও গ্রুপের প্রথম ম্যাচে হেরেছে। ম্যাচগুলো সরাসরি দেখা যাবে ফিফা প্লাস ওয়েবসাইটে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

‘সর্বকালের সেরা ফুটবলার মেসি’

স্পোর্টস ডেস্ক: খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে কিছুটা মিল...

মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের ১৮ ডিসেম্বর, কাতারের দোহায় ইতিহাস...

হাসপাতালে আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ

স্পোর্টস ডেস্ক: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার...

মেসির জোড়া গোলে অ্যাসিস্টে মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপজয়ী লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ...