শিমের দাম নিয়ে দুইগ্রামের মধ্যে বাগবিতণ্ডা, সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বাহুবলে শিমের দাম নিয়ে বাগবিতণ্ডার জেরে দুইগ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক লোক আহত হন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার নন্দনপুর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, উপজেলার কাজিহাটা গ্রামের জমির মিয়া শিম বিক্রি করতে বাজারে আসেন। শিমের দরদাম নিয়ে চন্দনিয়া গ্রামের ইয়াকুব আলীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাজারে তাদের পক্ষ নিয়ে দুইগ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে কাজিহাটা গ্রামের পক্ষ নিয়ে সংঘর্ষে যোগ দেয় ভাতকাটিয়া ও নন্দনপুর গ্রামের একটি অংশ। অপরদিকে চন্দনিয়া গ্রামের পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বালিচাপড়া, নোয়াবাদ, লামাগাঁও ও শিবপাশা গ্রামের লোকজন। এ সময় বাজারে বেশ কয়েকটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নন্দনপুর এলাকার বাসিন্দা খয়রুন্নেছা লতিফ হাই স্কুলের প্রতিষ্ঠাতা সাইফুর রহমান জুয়েল বলেন, কয়েকটি গ্রামের লোকজনের হামলায় বাজারের অনেক ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কমলো বাস ভাড়া, কাল থেকেই কার্যকর

ঢাকা অফিস: জ্বালানি তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে কিলোমিটার প্রতি...

দ্বিতীয় ধাপে যশোরের তিনটিসহ ১৬১ উপজেলায় ভোটগ্রহণ ২১ মে

ঢাকা অফিস: দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে...

সরকারের অভিযোগ আমলে না নিলে দেশে ফেসবুক-ইউটিউব বন্ধের সিদ্ধান্ত

ঢাকা অফিস: সরকারের অভিযোগ আমলে না নিলে দেশে ফেসবুক,...

দাম কমলো ডিজেল ও কেরোসিনের, অপরিবর্তিত অকটেন ও পেট্রোল

ঢাকা অফিস: আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে দ্বিতীয়বারের...