নড়াইলে ২০টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২০টি স্মার্ট মোবাইল উদ্ধার করেছে নড়াইল পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

সোমবার (২৫ মার্চ) উদ্ধারকৃত এসব মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকৃত এসব মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) তারেক আল মেহেদী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ শাহ্ দারা খান। এসময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এসআই আলী হোসেন, এসআই ফিরোজ আহমেদ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) তারেক আল মেহেদী জানান, নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান মহোদয়ের দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় মার্চ মাসে ২০টি হারানো মোবাইল উদ্ধার করা হয়।

এদিকে হারানো ফোন ফেরত পেয়ে ফোনের মালিকেরা ভীষণ খুশি। মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্র্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নড়াইল সর্বজনীন পেনশন হেল্প ডেক্স এর উদ্বোধন

জেলা প্রতিনিধি,নড়াইল: জেলা প্রশাসকের কার্যালয়ে “ সর্বজনীন পেনশন হেল্প...

বাগেরহাটে ছুরিকাঘাতে সুপারী বিক্রেতা খুন

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোরেলগঞ্জ উপজেলার রাস্তায় আল ইমরান...

যশোরে কলেজছাত্র নূর হত্যা: পচার পরে কানা রনি আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের শংকরপুরের নুর হোসেন হত্যা মামলার প্রধান...

শার্শায় চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার পশ্চিমকোটা গ্রামের আজগর আলী ফকিরকে...