মনোনয়ন দিতে যেভাবে জরিপ চালায় আওয়ামী লীগ, দায়িত্বে থাকেন যারা

আগামী মাস নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ফলে পুরোদমে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ।

এখন আলোচনার মূল বিষয়, কারা পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন। কারণ ৩০০ আসনে নৌকা প্রত্যাশীর সংখ্যা চার হাজারের মতো। তবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন, মনোনয়ন দেয়া হবে জরিপের ফলাফল দেখে।

যদিও কোন প্রক্রিয়ায় প্রার্থী বাছাইয়ের জরিপ চালায় আওয়ামী লীগ তা অনেকের কাছেই অস্পষ্ট। তবে দলটির দায়িত্বশীল একাধিক নেতা এই জরিপ সম্পর্কে ধারণা দিয়েছেন।

আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, কয়েকটি ধাপে করা হয় প্রার্থী বাছাইয়ের জরিপ। আওয়ামী লীগ ‘সিঙ্গেল সোর্স’ থেকে তথ্য নেয় না। একাধিক সূত্রের ওপর নির্ভর করেই জরিপ চালানো হয়। প্রতি ছয় মাস পরপর চলে এই জরিপ।

এর আগে একাধিকবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিতর্কিত নেতা ও সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, সবার এসিআর (মূল্যায়ন প্রতিবেদন) প্রধানমন্ত্রীর কাছে আছে। সেই প্রতিবেদন দেখে দলীয় প্রধান মনোনয়ন দেবেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে জরিপ দেখে মনোনয়ন দেয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষে বাকিদের কাজ করারও বার্তা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায় থেকে তিনটি গোয়েন্দা সংস্থার দেয়া প্রতিবেদনও বিশেষভাবে দেখা হয় এই জরিপের স্বার্থে। এছাড়া সংসদীয় আসনের অন্তর্গত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, নির্দলীয় সমাজকর্মীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়।

আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগের জরিপটা হয় একেবারেই তৃণমূল পর্যায় থেকে। প্রাইমারি স্কুলের টিচার, হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে জরিপ চালানো হয়। যারা সামাজিক কাজ করেন, তাদের দিয়ে জরিপ চালানো হয়। একেকবার একেকজনের মাধ্যমে।

ছয় মাস অন্তর অন্তর যে জরিপ হয়, তার উপর ভিত্তি করেই এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হবে। এক্ষেত্রে শতাধিক সংসদ সদস্য মনোনয়ন বঞ্চিত হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আরেক শীর্ষ নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা বলেন, গত সংসদ নির্বাচনে প্রায় পঞ্চাশজন রানিং এমপি মনোনয়ন পাননি। এবার সেই সংখ্যাটা দ্বিগুণ হতে পারে। সবার আমলনামাই প্রধানমন্ত্রীর কাছে আছে।

জানা গেছে, কার জনপ্রিয়তা কতটুকু, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কতটা জনসম্পৃক্ত ছিলেন, অনেকে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এসব বিষয়ে বিশেষ নজর দেয়া হয় জরিপে।

পাশাপাশি একেকটি সংসদীয় আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে থাকা একাধিক নেতার মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা, অভ্যন্তরীণ কোন্দলে কেউ জড়াচ্ছে কিনা, এসব দিকও দেখা হচ্ছে৷

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় নেমেছেন নেতাকর্মীদের একাংশ। সারাদেশেই মনোনয়নপ্রত্যাশীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। একেকটি সংসদীয় আসনে ১০ থেকে ৪০ জন পর্যন্ত মনোনয়ন-প্রত্যাশী নিজেদের জানান দিচ্ছেন।

রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন-প্রত্যাশী নেতাদের পোস্টার-ব্যানারে সয়লাব হয়ে গেছে। পাশাপাশি প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এক্ষেত্রে ছবির পাশাপাশি অনেক নেতাই ভিডিও প্রচারকে গুরুত্ব দিচ্ছেন।

অনেকেই দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।

এদিকে মনোনয়ন দৌড়ে পুরনোদের পাশাপাশি এবার উঠে এসেছে বেশকিছু নতুন মুখ। তাদের মধ্যে উপ-কমিটির নেতা, সাবেক আমলা, ব্যবসায়ীও রয়েছেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কারাগারে বিএনপি নেতা ইশরাক

ঢাকা অফিস: পল্টন থানার নাশকতার মামলায় আত্মসমর্পণ করেছেন বিএনপির...

বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত

জেলা প্রতিনিধি, বান্দরবান: জেলার রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকিচিন...

চাকরির পেছনে না ছুটে, চাকরি দেয়ার মানসিকতা তৈরি করুন: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,...

পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী

পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়...