গাজায় ইসরায়েলের ফের বোমা হামলা, নিহত ৩০

ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক এলাকায় ফের বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ সিটি এবং উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার পর রাফাহ সিটি থেকে ১৪ জন এবং জাবালিয়া থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে আরো বেশ কয়েকটি লাশ রয়েছে।

অন্যদিকে, একই দিনে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে সংঘর্ষে ইসরায়েলি এক সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

ইসরায়েলে হামলায় এখনো পর্যন্ত চার হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে এক হাজার ৫২৫ জন শিশু এবং এক হাজারের বেশি নারী। অন্যদিকে, হামাসের হামলায় এখনো পর্যন্ত এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে একটি বাস উল্টে একটি ঢালে গড়িয়ে...

আসতে পারে আইলার চেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক: ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে আছড়ে পড়েছিলো...

ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত ১০...

ভারতে বিলবোর্ড ভেঙে নিহত ১২, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে ধুলিঝড়ের মধ্যে বিশালাকায় একটি বিলবোর্ড...