আওয়ামী লীগের সাথে জাসদের রাজনৈতিক কোনো বিরোধ নেই: ইনু

জাসদের সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি, জামায়াত ও কতিপয় বিদেশি চক্র নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হৈচৈ করছে। এর ভেতরে বিএনপি, জামায়াত চক্র এমন সব কর্মসূচি দিচ্ছে তাতে দেশের অর্থনীতি ও মানুষের জান-মাল এবং শান্তি নষ্ট হচ্ছে।

ইনু বলেন, নির্বাচন নিয়ে হৈচৈ এর আড়ালে মূলত বিএনপি ও বিদেশি চক্র সরকার অদল বদলের একই সূরে তানপুরা বাজাচ্ছে। এর মাধ্যমে পঁচাত্তর, বিরাশি ও এক এগারো ঘটানোর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। একটা তাবেদার সরকার বানানোর চেষ্টা চলছে। এটা অত্যন্ত দুঃখ্যজনক। কোনো অযুহাতেই বা কোনো চক্রান্তে সাংবিধানিক ধারা বানচাল করতে দেয়া হবে না।

বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

এসময় স্থানীয় পর্যায়ে জোটে আওয়ামী লীগ ও জাসদের বিরোধ নিয়ে ইনু বলেন, খন্দকার মুশতাকের দালালেরা দলকে দূর্বল করার চেষ্টা করে। আওয়ামী লীগের সাথে জাসদের রাজনৈতিক কোনো বিরোধ নেই। মুশতাকের মত ঘাপটি মেরে থাকা দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোকে আমরা আমলে নিচ্ছি না।

সরকারই নাশকতা করছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ইনু বলেন, এসব অভিযোগ করে লাভ নেই, কারা করছে গণমাধ্যমের ছবিই তার প্রমাণ দিচ্ছে।

এসময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ, জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বিএনপির আরো ৫২ নেতাকে বহিষ্কার

ঢাকা অফিস: বিএনপির আরো ৫২ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।...

‘বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়’

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে বিএনপি...

বিএনপির ৪৫ নেতাকে শোকজ

ঢাকা অফিস: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের তৃতীয়...

সরকার স্যাংশন, ভিসানীতি কেয়ার করে না : কাদের

ঢাকা অফিস: সরকার কোনো রকম স্যাংশন বা ভিসানীতির কেয়ার...