যে ৮টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একজন করে

২০২৪ সালের ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ৩০০ আসনে মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৩০০ আসনের বিপরীতে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে তিন হাজার ৩৬২টি।

শনিবার থেকে মঙ্গলবার এই চারদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। ৫০ হাজার টাকা হারে পরিশোধ করে ফরম উত্তোলন ও জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। এমনও আসন রয়েছে, যেখানে মনোনয়ন প্রত্যাশী ২০ জনের বেশি।

যেখানে অনেক আসনেই এক হেভিওয়েট প্রার্থীর মুখোমুখি আরেক হেভিওয়েট প্রার্থী, সেখানে আটটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী একজন করে।

এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা একাই। এ আসন থেকে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করে নি।

নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম তুলেছেন। এ আসনেও তার বিপরীতে কোনো মনোনয়ন প্রত্যাশী নেই।

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ছাড়া আর কোনো মনোনয়ন প্রত্যাশী নেই।

দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর বিপরীতেও মনোনয়ন প্রত্যাশী নেই বরিশাল-১ আসনে।

বাগেরহাট-১ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ সভাপতির চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন। তার আসনেও আর কেউ মনোনয়ন তোলেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবার সংসদ সদস্য হন শেখ হেলাল পুত্র শেখ সারহান নাসের তন্ময়। তার আসন বাগেরহাট-২। এ আসনে এবার মনোনয়ন প্রত্যাশী তিনি একাই।

খুলনা-২ আসন থেকে একমাত্র মনোনয়ন প্রত্যাশী শেখ সালাউদ্দিন। তিনি শেখ হেলাল উদ্দিনের ভাই।

মাদারীপুর-১ আসনে নৌকার কান্ডারী হতে একমাত্র মনোনয়ন প্রত্যাশী জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা হচ্ছেন নৌকার প্রার্থী তা জানা যাবে আগামীকাল শনিবার (২৫ নভেম্বর)।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে সরকারের আপিল

ঢাকা অফিস: মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে...

১৮ মে পর্যন্ত থাকতে পারে তাপপ্রবাহ

ঢাকা অফিস: আবারো ফিরে এলো তাপপ্রবাহ। বৃষ্টি একেবারেই কমে...

হজযাত্রীদের লাগেজে জর্দা পাওয়ায় এজেন্সিকে শোকজ

ঢাকা অফিস: হজ ফ্লাইটের যাত্রা শুরুর আগে সঠিকভাবে ফ্লাইট...

যশোরসহ ৭ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

ঢাকা অফিস: যশোর দেশের সাত জেলার বিভিন্ন অঞ্চলের ওপর...